Home / মিডিয়া নিউজ / আপন ঠিকানায় ফিরছেন মৌসুমী-ওমর সানি

আপন ঠিকানায় ফিরছেন মৌসুমী-ওমর সানি

চলচ্চিত্র অঙ্গনে কাজ করতে এসে ভালোবেসে ঘর বাঁধেন চিত্রনায়িকা মৌসুমী ও ওমর সানি।

ক্যারিয়ারের শুরুতে জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও, গেল এক দশকে তাদের

একসঙ্গে দেখা গিয়েছে হাতেগুনা কয়েক বার। সবশেষ ২০০৯ সালে রাজু চৌধুরীর পরিচালনায়

‘সাহেব নামে গোলাম’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমি।

যদিও চলতি বছর মুক্তিপ্রাপ্ত প্রয়াত পরিচালক বেলাল আহমেদের শেষ চলচ্চিত্র ‘ভালোবাসবোই তো’ এক সঙ্গে দেখা মিলেছে তাদের, কিন্তু জুটি হিসেবে নয়। আশার কথা হলো আবারো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী-ওমর সানি।

আগামী মাসের প্রথম সপ্তাহেই শুরু হতে যাচ্ছে বদিউল আলম খোকন পরিচালিত ‘হারজিৎ’ ছবির দৃশ্যধারণের কাজ। এ ছবির মধ্য দিয়ে প্রায় অর্ধ যুগ পর জুটি হিসেবে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী-ওমর সানি। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওমর সানি বলেন, ‘মৌসুমী ও আমি প্রায়ই এক সঙ্গে ছোটপর্দার জন্য কাজ করে থাকি। কিন্তু আমরা যেহেতু বড়পর্দার মানুষ, মনটাও সেখানে পড়ে থাকে। তাই বদিউল আলম খোকন নতুন ছবিতে আমাদের নিয়ে কাজ করার বিষয়ে আগ্রহ দেখালে, আমি বিষয়টি নিয়ে মৌসুমীর সঙ্গে আলোচনা করে, তাকে হ্যাঁ বলে দেই।’

তিনি আরো বলেন, ‘সাহেব নামে গোলাম’ ছবিতে মৌসুমী ও আমি জুটি বেঁধে কাজ করেছিলাম। যেটা ছিলো একেবারেই বাণিজ্যিক ছবি। সম্প্রতি আমাদের দুজনের আরও একটি ছবি মুক্তি পেয়েছে। ‘ভালোবাসবোই তো’ নামের এ ছবিটি চ্যানেল আইসহ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়। ফলে বড়পর্দার দর্শকদের কাছে ছবিটি সেভাবে পৌঁছাতে পারেনি। সে হিসেবে প্রায় সাত বছর পর আমরা দুজনে জুটি বাঁধতে চলেছি। আশা করছি আমাদের ভক্তরা উপভোগ করবে।’

এদিকে মৌসুমী-ওমর সানি ছাড়াও ‘হারজিৎ’ এর প্রধান দুটি চরিত্রে থাকছেন ছোটপর্দার অভিনেতা সজল ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।

ছবি প্রসঙ্গে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘মৌসুমী-ওমর সানি জুটি একসময় বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছে। বর্তমানে তারা নাটক টেলিফিল্মে কাজও করছেন, কিন্তু চলচ্চিত্রে তাদের সেভাবে দেখা যায় না। এ কারণেই আমার ছবিতে তাদের চুক্তিবদ্ধ করেছি।’

ছবির গল্প গল্প গড়ে উঠবে ওমর সানি ও মৌসুমীকে কেন্দ্র করে। মূলত টাকা নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্বের সুত্রপাত ঘটবে। যেখানে মৌসুমীকে একজন ব্যাংক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ঘটনাক্রমে ব্যাংক থেকে অর্থ লোপাটের সঙ্গে জড়িয়ে যবেন তিনি। কিন্তু বিষয়টি মেনে নিতে পারবে না তার ছোট বোন মাহি। নায়ক সজল ও মাহি মিলে খুঁজে বের করবে আসলে কাজটি কে করেছে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *