





এখনতো সবাই ভিউ-এর পেছনে দৌড়াচ্ছে। আমি মনে করি না ইউটিউবে অনেক ভিউ মানেই সে






গান ভালো। ভিউ হলে গান হিট সেটাও না। আমি কখনো ভিউ টার্গেট করে গান করি না। সত্যি বলতে






আমি শুরু থেকে মিউজিক ভিডিওরও পক্ষে ছিলাম না। ভিডিও হলে ভালো, না হলেও সমস্যা নেই।






ভালো গান হলে মানুষ এমনিতেই শুনবে। কিন্তু এখন সবাই মিউজিক ভিডিও এবং ভিউ কাউন্ট-এর দিকে জোর দিচ্ছে। এর কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এমনভাবেই চলতি সময়ের গানের অবস্থা নিয়ে কথাগুলো বলছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত সিনেমার গানে ধারাবাহিকভাবে সফলতা পেয়ে আসছেন এ সংগীত তারকা। অডিও অ্যালবামেও তার ব্যস্ততা বেশ। বর্তমানে গানের জগতে মিউজিক ভিডিও এবং ইউটিউবে তার ভিউ-এর পেছনেই ছুটছেন সংগীত সংশ্লিষ্টরা। তবে অনেক গুণী সংগীতশিল্পী গানের শ্রোতাপ্রিয়তার সঙ্গে ইউটিউব ভিউ-এর তেমন কোনো যোগাযোগ নেই বলেই মত দিয়েছেন। তার সঙ্গে অনেকটাই একমত ন্যান্সিও। তিনি বলেন, আমি কোনো গান করলে তার তেমন একটা খোঁজ-খবর নেই না। তাছাড়া ইউটিউবে ভিউ কতো হলো সেটা দেখতেও আমার মন চায় না। কারণ আমি ইউটিউবের ভিউ গণনায় বিশ্বাসী নই। আমার মনে হয় শ্রোতাদের সাড়া চারপাশ থেকেই আসবে। ভিউ কেন কাউন্ট করতে হবে? এখন অনেকেই হয়তো এর পেছনে দৌড়াচ্ছেন। গানের ভিউ অনেক হলেই কি গান হিট? এটা কেউ বলতে পারবে? গানের ভিউ বেশি হলে হিট হতে পারে, আবার নাও হতে পারে। এদিকে মিউজিক ভিডিও প্রসঙ্গে বলতে গিয়ে এ শিল্পী বলেন, আমাকে যারা চেনেন তারা জানেন যে, মিউজিক ভিডিওর পক্ষে আমি নই। ভিডিও আমাকে কখনই টানে না। বরং আমার মনে হয় মিউজিক ভিডিওতে না থাকাটাই ভালো। তার চেয়ে অনেক বেশি আমাকে টানে চলচ্চিত্রের গান। আমি গাইলাম। আর তাতে চিত্রনায়িকা মৌসুমী, পপি, শাবনূর, পূর্ণিমা, মাহি কিংবা পরীমনি পারফর্ম করলো সেটা দৃষ্টিনন্দন মনে হয় আমার কাছে। উপভোগও করি অনেক। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। আপনার একক অ্যালবাম ‘শুনতে চাই তোমায়’-এর সাড়া কেমন পাচ্ছেন? এ প্রশ্নের উত্তরে ন্যান্সি বলেন, আসলে আমি কোনো খোঁজ-খবরই রাখতে পারিনি। কারণ আমার বড় মেয়ে রোদেলার পরীক্ষা ছিল। গতকালই তা শেষ হলো। আর সিনেমার গানের কি খবর? ন্যান্সি খুব আগ্রহের সুরে বলেন, সত্যি বলতে আজকে আমি ন্যান্সি হয়েছি সিনেমার গান করেই। আমার বেশিরভাগ শ্রোতাপ্রিয় গানই সিনেমার। অডিওতেও গান করছি। কিন্তু সিনেমার গানে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সিনেমার গান গেয়ে। এটা খুব বড় একটা স্বীকৃতি। তাই সিনেমার গানের প্রতিই আমার যত দুর্বলতা। এ বিষয়ে যখন কথা বলছি তখন হাবিব ওয়াহিদ ভাইয়ের জন্য একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, তিনি সিনেমার গান খুব কমিয়ে দিয়েছেন। সহকর্মী, শুভাকাক্সক্ষী ও ভক্ত হিসেবে আমি চাইবো হাবিব ভাই সিঙ্গেলস প্রকাশের পাশাপাশি সিনেমার গানও যেন করেন। কারণ, আমাদের সিনেমা এখন ভালোর দিকে যাচ্ছে। হাবিব ভাইয়ের মতো গুণী সংগীত পরিচালকের কাজ করাটা পুরো সিনেমা জগতের জন্য ইতিবাচক হবে। এই সময়ে আমাদের সিনেমায় তো ভারতীয় শিল্পীরাও গান গাইছেন নিয়মিত। কিন্তু সেসব গান খুব একটা শ্রোতাপ্রিয়তা অর্জন করছে না। আপনি কি মনে করেন? ন্যান্সি বলেন, যেমন ধরুন উদাহরণস্বরূপ বলি, মমতাজ আপার প্রতি আমাদের দেশের মানুষের যে আবেগ ও ভালোবাসা সেটাতো অন্য দেশের শিল্পীর জন্য থাকবে না। সেটাই স্বাভাবিক। আর এটাই অন্য দেশের শিল্পীদের গান এদেশে শ্রোতাপ্রিয় না হবার অন্যতম কারণ। তারপরও জানি না কেন এটা হচ্ছে। আপনার দুই মেয়ে রোদেলা ও নায়লা কি গান করে? ন্যান্সি বলেন, বড় মেয়ে রোদেলা অনেক ভালো গান করে। এটা মা বলে বলছি না। আর নায়লার বয়স মাত্র তিন। কিন্তু ওর গানের প্রতি আগ্রহ আরো বেশি। ওদের নিয়ে আপনার কি ইচ্ছে? ন্যান্সি বলেন, গানের মানুষ হিসেবে তো চাইবো যেন আমার মেয়েরাও গান করে। কিন্তু কোনো কিছু চাপিয়ে দিতে চাই না আমি। ওদের ওপর ছেড়ে দেবো।