





ঢাকা, ২০ জুন- ছোট কিংবা বড় দুই পর্দাতেই সমানভাবে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন অভিনেতা






চঞ্চল চৌধুরী। গল্পের স্বার্থে করতে হয় নানা চরিত্র। তার দাম্পত্য জীবন প্রায় দশ বছর। কিন্তু নেই






কোন সন্তান। আর তার দায়ভার চাপান স্ত্রী হামিদার উপর। সন্তান না হওয়াকে একটি উসিলা করে






গ্রামের অন্য এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন চঞ্চল। তাই তার বউকে ডির্ভোস দিয়ে সেই মেয়েকে ঘরে তুলতে চান। গল্পটি চঞ্চল চৌধুরীর বাস্তব জীবনের নয়। ’উসিলা’ নামের ঈদের একটি বিশেষ নাটকে এমন একটি চরিত্রে দেখা যাবে তাকে।
নাটকটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, নাটকের গল্পটি এক কথায় অসাধারণ। আমার অনেক ভালো লেগেছে অভিনয় করে। আর দীপু হাজরার পরিচালনায় এর আগেও ৫টি নাটকে অভিনয় করেছি। সেহেতু তার সাথে ক্যামিষ্ট্রটা আমার ভালোই জানা।
বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। চঞ্চল চৌধুরী ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন শাহনাজ খুশী, ইভানা, জামিল হোসেন, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি প্রমূখ।
নাটকটি ঈদের ২য় দিন সন্ধ্যা ৬ টায় গাজী টিভিতে প্রচার হবে।