





ঢাকাই সিনেমা’র তারকা অ’ভিনেত্রী পূর্ণিমা। পর্দা থেকে শুরু করে বর্তমানে নেট দুনিয়ায় উ’ত্তাপ






ছড়াচ্ছে তার সৌন্দর্য। চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে দুটি সিনেমায় কাজ করেছেন তিনি। একটিও মুক্তি পায়নি।






সম্প্রতি পূর্ণিমা আক্ষেপ করে বলেন, শুভর সঙ্গে এর আগে ‘ছায়াছবি’ নামে একটা সিনেমা করেছিলাম, সেই ছবিটি আজও মুক্তি পায়নি। তারপর দুজনে আবার জুটি বেঁধেছি ‘জ্যাম’ সিনেমায়। এখন এটাও নাকি আর হবে না! শুভর সঙ্গে এটা আমা’র বাজে একটা অ’ভিজ্ঞতা, হয়তো ব্যাড লাক আমাদের দুজনের। ওর সঙ্গে আমা’র সিনেমা ভাগ্য খুবই খা’রাপ।
এদিকে পূর্ণিমা’র এমন মন্তব্যে বির’ক্তি প্রকাশ করেছেন ‘জ্যাম’ সিনেমা’র প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলি’র কর্ণধার ও প্রয়াত নায়ক মান্নার স্ত্রী’ শেলী মান্না। তিনি বলেন, ‘আমা’র ছবিটি নিয়ে মন্তব্য করার আগে পূর্ণিমা’র আমা’র সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। সিনেমাটিতে দেড় কোটি টাকার বেশি নির্মাণ ব্যয় হয়েছে। ইতোমধ্যে সম্পাদনা শেষ করেছি। সবকিছু শেষের দিকে। তাহলে কী’ভাবে এই সিনেমাটির কাজ শেষ হবে না!
শেলী মান্না জানান, ‘শুভর ব্যস্ততা, ঋতুপর্ণার শিডিউল শুভর সঙ্গে না মেলার কারণে আমাদের ছবিটা আ’ট’কে যায়। এরমধ্যে পূর্ণিমা’র একটি গান ও ঋতুপর্ণার একটি দৃশ্যের কাজ হলেই সিনেমাটি শেষ হয়ে যাবে। তবে গল্পের কিছু পরিবর্তন আর ছবির দৈর্ঘ্য বাড়ানোর কারণে আমাদের আরও ৬ থেকে ৭ দিনের কাজ বাকি আছে।
পূর্ণিমা বলেছেন, ছবিটির যে বাজেট ছিলো তা এরইমধ্যে অ’তিক্রম করেছে, যার কারণে প্রযোজক আর ছবিটি করতে চাচ্ছে না। এ প্রেক্ষিতে শেলী মান্না বলেন, ‘বাজেট ফেল করেছে সেটা সঠিক, কিন্তু দেড় কোটি টাকা খরচের সিনেমায় বাকি ২০ লাখ টাকার কাজ না করে বন্ধ করে দেব? এমনটা কোন প্রযোজক করবেন? পূর্ণিমা যেটা বলেছে সেটা হয়ত না জেনেই বলেছে। মূলত শিডিউল জটিলতা, দেশের সার্বিক পরিস্থিতি, সবকিছু মিলিয়ে কাজটি শেষ করতে আমাদের সময় লাগছে।‘