Home / মিডিয়া নিউজ / তবে কি প্রস্তুত শাবনূর!

তবে কি প্রস্তুত শাবনূর!

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। ছবিতে এ নায়িকাকে

দেখেই মনে পড়বে ৯০ এর দশকের কথা। অনেকদিন পর হালকা গড়নের মোহনীয় সেই শাবনূর।

তবে কি তিনি সিনেমায় ফিরছেন? উত্তরটি অবশ্য অজানা। অনেক ছবির জনপ্রিয় নায়িকা শাবনূর।

গেল ৪ জুলাইয়ের ঘটনা। হঠাৎ শাবনূরের বাসায় ঘরোয়া পরিসরে পার্টি। শাবনূরের দাওয়াতে উপস্থিত

ছিলেন- চিত্রনায়ক ওমর সানী ও অমিত হাসান। অমিত হাসান, ওমর সানি, শাবনূর ও অমিত হাসানের স্ত্রী

সানী বলেন, ’এ পার্টিকে বিশেষ বলা যাবে না। অনেকদিন পর শাবনূর দেশে ফিরেছে। সেদিন ফোন দিয়ে বাসায় যেতে বলে। শাবনূরের বাসায় অমিত হাসান স্ত্রীসহ যায়। তাকে বলি, ঠিক আছে তোরা থাক আমি আসছি। বলেই একটি কেক নিয়ে শাবনূরের বাসায় হাজির। কেকে লিখে নিই- ফ্রেন্ড ফরএভার ৯০। আমরা তো ৯০ দশকের মধ্যমণি। তাই এভাবে লেখা।

এদিকে মোস্তাফিজুর রহমান মানিকের ’এত প্রেম এত মায়া’ সিনেমায় অভিনয়ের কথা শাবনূরের। ছবির কিছু অংশের কাজ করবেন তিনি। এতে আরো অভিনয় করেছেন ফেরদৌস।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *