





অনলাইন যেমন দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে এসেছে, অনেক কিছুকে সহজ করে দিয়েছে তেমনি






অনেক রকম ভোগান্তিও সঙ্গে নিয়ে এসেছে। যেমন- অনলাইনজুড়ে পাতা আছে নানা রকম ফাঁদ।






যারা এসব বিষয়ে খুব একটা জানেন না বা সচেতন নন তারা খুব সহজেই শিকার হন অনলাইন শিকারিদের।






এই যেমন এক চক্রের ফাঁদে পড়ে লাখ টাকা খোয়ালেন অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি। জানা গেছে, তিনি অনলাইনে একটি আন্তর্জাতিক গেমিং প্ল্যাটফর্মে টাকা দিয়েছিলেন। সেই প্লে-স্টেশনের ফাঁদে পা দিয়েই লক্ষাধিক টাকা প্রতারণার শিকার হলেন প্রসেনজিত চট্টোপাধ্যায়ের স্ত্রী অর্পিতা।
এ অভিনেত্রীর অভিযোগ, প্লে-স্টেশনে টাকা দেওয়ার পর থেকেই ক্রমাগত টাকা কেটে নেওয়া হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে। পরে অভিনেত্রী বুঝতে পারেন যে, গুগল প্লে-স্টেশনের জন্য যখন অনলাইনে তিনি টাকা দিয়েছিলেন, তখন সেখানে নিজের কার্ডের ডিটেইলসও দিতে হয়েছিল তাকে। সেখান থেকেই দেড় লাখ টাকা কেটে নেওয়া হয়েছে বলে দাবি অর্পিতার।
আর্থিক ভাবে প্রতারিত হওয়ার পর সাইবার ক্রাইমের অভিযোগ তুললেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। ক্রেডিট কার্ড সংস্থায় অভিযোগ দায়েরের পর খোওয়া যাওয়া অর্থ ফেরত পেলেও, এই ধরনের প্রতারণার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। মানুষকে সতর্ক করার জন্য ট্যুইটারে গোটা বিষয়টি জানিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর বক্তব্য, দেশের ভিতরে কোনও সংস্থায় অনলাইনে টাকা দিতে হলে ব্যাংকের তরফে OTP অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আসে। সেটি গ্রাহক নিশ্চিত করার পরই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়। কিন্তু আন্তর্জাতিক কোনও সংস্থার ক্ষেত্রেই এমন কোনও নিয়ম কার্যকর নেই। কেন এক্ষেত্রেও OTP দেওয়ার নিয়ম নেই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে জবাব চেয়েছেন বাঙালি নায়িকা।
এই প্রতারণা নিয়ে উদ্বিগ্ন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলির ক্ষেত্রে এমন নিয়ম কি জেনেবুঝেই তৈরি করা হয়েছে? এদিন প্রতারণা সম্পর্কে তিনি বলেছেন, ‘প্রায় আড়াই তিন মাস ধরে প্রতি মাসেই ই-মেল পাচ্ছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে যাচ্ছে। এরকম হতে হতে প্রায় বারোটা মাস যাওয়ার পর আমার টনক নড়ল। তার পর আমি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করি এবং প্রায় দেড় লাখের মতো টাকাই ফিরে পেয়েছি। প্রায় দেড় মাস লেগেছে এই গোটা টাকাটা ফেরত পেতে।’
কাজের জগতে আপাতত লকডাউনে গৃহবন্দি অর্পিতা। তবে হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। তাঁর আগামী ছবি রাজর্ষি দে-র ‘রাইফেল’। এই ছবিতে একজন আইপিএস অফিসারের ভূমিকায় দেখা যাবে অর্পিতাকে। চরিত্রের গভীরে যাওয়ার জন্য বক্সিংয়ের ট্রেনিং শুরু করেছিলেন তিনি। পাশাপাশি নিজের জিম সেশনেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন তিনি। রাইফেল একটি ক্রাইম থ্রিলার। এই ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে পূজারিণী ঘোষ, রুদ্রনীল ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়োকে।