





বিগ বস-এ এবার তিনি প্রথমে বাসন মেজেছেন। তারপর বাথরুম পরিষ্কার করেছেন। শুধু তাই






নয় সহকারীদের নিয়ে পরিষ্কার করেছেন গোটা বাড়িই। চলতি বিগ বস-১৩ সিরিজের আগামী কোনো






এক পর্বে সালমান খানকে দেখা যাবে এই অবতারে। তিনি যে সময় বিগ বস-এর বাড়িতে ছিলেন, সে সময়ে সব প্রতিযোগীকে একটা বেডরুমে ঢুকিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল।






সেখান থেকেই প্রতিযোগীরা সমস্বরে ‘সরি’ বলে যাচ্ছেন। কিন্তু সালমান এতটাই তাদের উপর বিরক্ত ছিলেন যে, কাজ করা থামাননি। তিনি পরিষ্কার অভিযান চালিয়ে গেছেন। বিগ বস-এর পুরো বাড়ি পরিষ্কার করার পরে সালমান বেরিয়ে যান। তারপর প্রতিযোগীরা তার সঙ্গে টিভির মাধ্যমে কথা বলেছেন। নিজেদের ভুলের জন্য বার বার দুঃখপ্রকাশ করেছেন। কিন্তু তাতে সালমানের মন গলেনি। তিনি বলেছেন, প্রতিযোগীদের কোনো লজ্জা-ই নেই। তিনি এও বলেন, প্রতিযোগীদের নাটক আর পছন্দ করছেন না দর্শকরা। সামনেই রয়েছে বিগ বস-এর এলিমিনেশন পর্ব। মধুরিমা তুলি, বিশাল আদিত্য সিংহ, আরহান খান, সিদ্ধার্থ শুক্ল, শেফালি বাগ্গা এবং আরতি সিংহের মধ্যে কোন প্রতিযোগী এ সপ্তাহে বাদ পড়েন, দেখার অপেক্ষায় দর্শকরা।