Home / মিডিয়া নিউজ / ‘তুমি এতটা জনপ্রিয় আমার ধারণাই ছিল না’

‘তুমি এতটা জনপ্রিয় আমার ধারণাই ছিল না’

গত বুধবার সন্ধ্যায় টঙ্গীর পাইলট স্কুল মাঠে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে অন্য অতিথিদের

মধ্যে চিত্রনায়ক আলমগীরও বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন। কনসার্টে সংগীত পরিবেশন ও

পারফর্ম্যান্সে অংশ নেন চিত্রনায়িকা পপি, রিয়াজ, আঁখি আলমগীর, জায়েদ খান, সালমা ও বিউটি।

অনুষ্ঠানে প্রায় এক লাখ দর্শক উপস্থিত ছিলেন। মঞ্চে সংগীত শিল্পীদের মধ্যে আঁখি আলমগীরের নাম উচ্চারণ করেন তখন মাঠভর্তি দর্শক একসঙ্গে আঁখি আলমগীরের নাম নিয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন। নিজের মেয়ের এতটা জনপ্রিয়তা দেখে বিস্মিত হলেন চিত্রনায়ক আলমগীর। সেইসঙ্গে মনে খুব সুখও অনুভব করলেন তিনি।

আঁখি আলমগীরকে কাছে ডেকে বাবা আলমগীর বললেন, ’তুমি জনপ্রিয়, এটা জানতাম। কিন্তু তুমি এতটা জনপ্রিয় আমার ধারণাই ছিল না।’ বাবার কাছ থেকে এমন কমপ্লিমেন্ট যেন বিশ্বাসই করতে পারছিলেন না আঁখি।
আঁখি আলমগীর বলেন, ’আব্বু আমাকে যা বললেন, এটাই আসলে আমার সংগীত জীবনের সবচেয়ে বড় উপহার। কারণ আমার গানের সবচেয়ে বড় সমালোচক আমার আব্বু।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *