





কয়েক মাস আগে আলোচনা উঠে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে একটি ছবিতে






অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম। ছবির নাম ‘সিতারা’।






ছবিটি পরিচালনা করবেন আশিষ কুমার রায়। বাংলাসাহিত্যের ধ্রুপদী লেখক আবুল বাশারের একটি গল্প থেকে নির্মিত হবে ছবিটি।






সেখানে মোশাররফ করিম অভিনয় করবেন মাধুরীর বডিগার্ড হিসেবে। এ খবর পর্যন্তই শেষ।
আলোচনার বেশ কয়েক মাস কেটে গেলেও এ ছবির বিষয়ে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না।
এ প্রসঙ্গে মোশাররফ করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এ ছবি প্রসঙ্গে তেমন কোনো তথ্য দিতে পারেননি।
তিনি বলেন, ‘এরকম একটি কথা হয়েছিল। আমি চুক্তিবদ্ধও হয়েছি। তবে কবে শুটিং শুরু করবে এ বিষয়ে জানা নেই আমার। এখন তো আমি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। আগামী ঈদের আগে ছবির শুটিং তো আর সম্ভব নয়। দেখা যাক। শুটিং শুরু হলে তো আপনারা জানবেনই।’
জানা গেছে, বাংলাদেশের সীমান্তে চোরাচালান নিয়ে ‘সিতারা’ ছবির কাহিনী তৈরি হবে। ‘সিতারা’র নাম ভূমিকায় অভিনয় করছেন মাধুরী দীক্ষিত।