





তারকাদের নিয়ে ভক্তরা একটু বেশিই মাতামাতি করেন। বিশেষ করে নাটক, চলচ্চিত্র থেকেও ভক্তরা






খবর রাখতে চান তাদের ব্যক্তিগত জীবনের। সেই জীবনের শুরুতে কিন্তু তারকারা তারকা ছিলেন না।






ছিলেন একজন সাধারণ মানুষ। ছোট্ট বেলার সেই ফুটেফুটে শিশুটি যে একদিন বড় হয়ে তারকা






হবে তা হয়তো কাররই জানা ছিল না। কিন্তু হয়েছেন তারা তারকা। কোটি ভক্তের মন রাঙিয়ে দিয়ে






তারা পেয়েছেন সেই কাঙ্খিত তারকা উক্তি। কিন্তু কেমন ছিলেন দেখতে তারা ছোট বেলায়? এমন






প্রশ্নের উত্তরে যে পাঠকরা নিত্যদিন ঘুরপাক খাচ্ছেন তাদের জন্য এই আয়োজন। ছবিগুলোতে দেখে নিন আপনার পছন্দের সেই তারকাদের ছোট্ট বেলার ছবি। মিলিয়ে নিন আপনার মনের প্রশ্নের উত্তর। অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও তার ছোট বেলার ছবি অভিনেত্রী শাবনুর ও তার ছোট বেলার ছবি। চিত্রনায়িকা কবরী ও তার ছোট বেলার ছবি। জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান ও তার ছোট বেলার ছবি। চিত্রনায়ক রিয়াজ ও তার ছোট্ট বেলার ছবি। প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ও তার ছোট বেলার ছবি। দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার ছোট বেলার ছবি। জনপ্রিয় চিত্র নায়ক নাঈম ও তার ছোট বেলার ছবি। অভিনেত্রী পূর্ণিমা ও তার ছোট বেলার ছবি। অভিনেত্রী অপি করিম ও তার ছোট বেলার ছবি। জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত ও তার ছোট বেলার ছবি। প্রয়াত অভিনেত্রী দীতি ও তার ছোট্ট বেলার ছবি।