Home / মিডিয়া নিউজ / ফেরদৌসের বিপরীতে হলিউড অভিনেত্রী

ফেরদৌসের বিপরীতে হলিউড অভিনেত্রী

ঢাকাই ছবির অভিনেতা ফেরদৌস এবার বিদেশি নায়িকার সাথে স্ক্রিন শেয়ার করবেন। জানা গেছে,

‘ইন পারসু অব লাভ’ নামের বৃটিশ-বাংলাদেশের একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন, এতে

ফেরদৌসের নায়িকা হিসেবে থাকবেন হলিউডের নতুন অভিনেত্রী সেলিন বেরান।শিগগির লন্ডনে নতুন ছবির শুটিং হতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করবেন জিএম ফুরুখ।

এ বিষয়ে ফেরদৌস বলেন, এ মাসের ২৭-২৮ তারিখে ছবিটির শুটিং শুরু হচ্ছে। ইতোমধ্যে আমার সাথে চুক্তি হয়ে গেছে। শুটিং-এর উদ্দেশে আগামীকাল ঢাকা ছাড়ছি।জানা গেছে ‘ইন পারসু অব লাভ’-এ ফেরদৌস-সেলিনের পাশাপাশি আরও অভিনয় করবেন স্বাধীন খশরু, হিরন বেগ, সোনিয়া সুলতানা প্রমুখ।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য ছবি আর মিউজিক ভিডিওতে কাজ করেছেন সেলিন বেরান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘ওয়ালপেপার’, ‘দ্য হান্ট’, ‘পিসেস অব ইউ’, ‘ফেসটাইম’ প্রভৃতি। সেলিনের জন্ম টেক্সাসে। বাবা-মা হলেন ভারতীয় ও চেকপ্রজাতন্ত্রের নাগরিক। তার বেড়ে ওঠা সুইজারল্যান্ডে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *