





জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। দীর্ঘ চার বছর পর তিনি নাটকে অভিনয়






করলেন। নাটকটির নাম ‘অনাহূত’। এর গল্প সম্পর্কে যুক্তরাষ্ট্র থেকে টনি ডায়েস বলেন, নাটকটি






যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গল্প। নাটকের কাহিনী আর সংলাপ খুব ভালো বলে কাজটা করতে আমি রাজি হই।






চার বছর পর আবার নাটকে কাজ করলাম তাই পুরো কাহিনী এখন আর বলবো না। আগামী ঈদে নাটকটি দেশের কোনো একটি বেসরকারি টিভিতে প্রচার হবে। নাটকটি রচনা করেছেন লিপি মনোয়ার, পরিচালনা করেছেন সৈয়দ জামিম। প্রিয়ন্তীর প্রযোজনায় নির্মিত ‘অনাহূত’র নির্বাহী প্রযোজক মনোয়ার হোসেন পাঠান। টনি ডায়েস ছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন মিলা হোসেন, শামসুজ্জামান বকুল, শিরিন বকুল, আনিসুর রহমান দিপ প্রমুখ। এদিকে দেশে কবে আসবেন জানতে চাইলে টনি ডায়েস বলেন, আগামী বছর ফেব্রুয়ারি মাসে তিনি অন্তত ১০ দিনের জন্য হলেও দেশে আসবেন। আর সে সময় আরো একটি নতুন নাটক দর্শকদের উপহার দিবেন বলে জানান।