Home / মিডিয়া নিউজ / শাবানা, আলমগীর ‍ও রুনা লায়লা একফ্রেমে

শাবানা, আলমগীর ‍ও রুনা লায়লা একফ্রেমে

দীর্ঘদিন আমেরিকায় প্রবাস জীবন শেষে রোজার আগে দেশে ফিরেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা।

মিডিয়ায় উপস্থিতি না থাকলেও পুরনো সহকর্মীদের খোঁজ-খবর ঠিকই রাখছেন তিনি। তাদের বাসায় আমন্ত্রিত অতিথি হয়ে আড্ডাও দিচ্ছেন এ নায়িকা।

৬ জুন সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে আলমগীর-রুনা লায়লা দম্পতির বাসায় আমন্ত্রিত হয়ে প্রানবন্ত আড্ডায় মেতে উঠেন শাবানা।

এ সময় তাদের সঙ্গে ছিলেন শাবানার স্বামী ওয়াহিদ সাদিক, নাশিদ কামাল, আঁখি আলমগীর ও রুনা লায়লার পরিবারের সদস্যরা।

পারিবারিক কাজ ছাড়া এমনিতে কোথাও যান না শাবানা। এর মধ্যে চিত্রপরিচালক আজিজুর রহমানের চিকিৎসা সাহাযার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
ওয়াহিদ সাদিক গণমাধ্যমকে বলেন, ‘আলমগীরের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারেই পারিবারিক। আমরা যখন সিনেমা প্রযোজনা করেছি, তখন বেশিরভাগ ছবিতেই তিনি অভিনয় করেছেন। মূলত তার আমন্ত্রণেই বেড়াতে গিয়েছি। সেদিন সন্ধ্যার আড্ডাটা ছিল এক কথায় চমৎকার। পুরোনো দিনের অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে আলাপ হয়েছে।’

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *