Home / মিডিয়া নিউজ / কণ্ঠশিল্পী ঐশী এখন ডা. ঐশী

কণ্ঠশিল্পী ঐশী এখন ডা. ঐশী

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অনেক পরিচিত মুখ। ২০১৫ সালে

‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবামের মধ্য দিয়ে সংগীতে যাত্রা শুরু হয় ঐশীর। এরপর আর পেছনে

ফিরতে তাকাতে হয়নি তাকে। সে থেকে নিয়মিতই গেয়ে যাচ্ছেন এবং সবার প্রশংসা পাচ্ছেন তিনি।

২০১৯ সালে ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘মায়া, মায়া রে…’ গানটি গেয়ে শ্রেষ্ঠ গায়িকার পুরষ্কার লাভ করেছেন। তবে ঐশীর পরিচয় আর কণ্ঠশিল্পীর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এখন থেকে তিনি একজন চিকিৎসকও। নিজের নামের পাশে ডাক্তার বা চিকিৎসক শব্দটি ব্যবহার করার অনুমতি পেয়েছেন তিনি। এই আনন্দের খবরটি ফেসবুকে সবার সঙ্গে শেয়ার করেছেন তিনি।

চিকিৎসকের পোশাক গায়ে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ্‌। আজকের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। সর্বশক্তিমান আল্লাহর রহমতে আজ থেকে আমার নামের পাশে ডাক্তার শব্দটি যুক্ত হয়েছে। এখন থেকে আমি ডা. ফাতিমা তুয যাহরা ঐশী’। একই সঙ্গে তিনি তার পরিবার, শিক্ষক এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানান। সবার কাছে দোয়াও চেয়েছেন।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *