Home / মিডিয়া নিউজ / বিয়ের পিঁড়িতে বসছেন রানু মন্ডল?

বিয়ের পিঁড়িতে বসছেন রানু মন্ডল?

একসময় “এক পেয়ার কা নাগমা হে” গানটি গেয়ে যিনি ভাইরাল হয়েছিলেন সারা দুনিয়ায় আজ সেই

রানু মন্ডল ফিরে এসেছে আবার তার পুরনো জায়গায়। রানাঘাট স্টেশন থেকে সরাসরি মুম্বাইয়ের স্টেজ।

পুরো জার্নিটাই হয়েছিল সোশ্যাল মিডিয়ার দৌলতে। বুঝতেই পারছেন হয়ত কার কথা বলছি, ঠিকই ধরেছেন কথা হচ্ছে রানু মন্ডলকে নিয়ে। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল কমেনি বরং আরো বেড়েছে।

বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরকে মাঝেমধ্যেই তার বাড়িতে হানা দিতে দেখা যায়। আর তাকে বারবার পড়তে হয় ট্রোলের মুখে। ইউটিউবারদের কাছে রানু মন্ডল একটি বিশেষ কনটেন্ট সমান। অনেকেই ছুটে যান তাঁর বাড়িতে তাকে নিয়ে নানা ধরনের ভিডিও বানাতে। এমনকি তাকে নিয়ে বহু মজার ভিডিও তৈরি করেন তারা। এইরকমই এক ইউটিউবার পৌঁছে গিয়েছিলেন রানু মন্ডল এর বাড়ি। আর সেখানেই বানালেন তাকে নিয়ে একটি ভিডিও।

আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই উঠল চর্চার ঝড়। এমনকি নেটিজেনদের একাংশ ফেটে পরলো ক্ষোভে। ভিডিওটিতে রানু মন্ডল কে দেখা যাচ্ছে কনের বেশে। লাল বেনারসি থেকে শুরু করে গয়না, ওড়না, মেকাপ, কলকা যেন একদম বিয়ের সাজে সেজে উঠেছিলেন রানুদি। আর এই কনের সাজেই তিনি গেয়ে উঠলেন কাচা বাদাম গান। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার পরই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

আবারো নেট দুনিয়ায় ট্রোলিং এর মুখে পড়েন রানুদি। তবে এবার তার ট্রোলিংয়ের তীব্র প্রতিবাদ জানান নেটিজেনদের একাংশ। সম্প্রতি ফেসবুকে “বি ট্রাভেলস” নামক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে রানু মন্ডলের ট্রোলিং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। মজা করার একটি সীমা থাকা দরকার এবং এমন একটি অসুস্থ মানুষকে নিয়ে এমন ধরনের মজার বিরুদ্ধে যে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা তাদের ভিডিওর ক্যাপশন দেখলেই বোঝা যায়। তবে নেটিজেনদের অনেকেই তাদের এই ভিডিওটিকে সমর্থন করেছেন।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *