





চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন চিত্রনায়ক






ওমর সানি। এনিয়ে রোববার (২১ মার্চ) রাতে গুলশান থানায় একটি জিডিও করেছেন তিনি।






সংবাদমাধ্যমকে ওমর সানি বলেন, ক্লাবের নাস্তায় দেওয়া ডিমের দাম চেয়েছিল বিক্রেতা। কিন্তু দাম না দিয়ে ছোট্ট ছেলেটার উপর চড়াও হন ইকবাল। পরিস্থিতি শান্ত করতে গেলে আমার ওপরই ক্ষেপে যান ইকবাল। উত্তেজিত হয়ে নোংরা গালি দেন আমাকে। আমার মৃত মাকে নিয়ে গালিগালাজ করতে থাকেন। আমাকে প্রাণনাশের হুমকি দেন।
জিডিতে বাংলাদেশ ফিল্ম ক্লাবের বর্তমান সভাপতি ওমর সানী আরও বলেন, ঘটনার সময় আমি তাঁকে (ইকবাল) কাউন্টারে কিছু বলি নাই। তখন ক্লাবে থাকা সবাই উপস্থিত ছিলেন। সে কাঁটাচামচ নিয়ে ক্ষিপ্ত হয়ে তিনবার আমাকে আঘাত করার চেষ্টা করেছে। তাকে সবাই ফিরিয়েছে, নইলে কালই আমি মার্ডার হয়ে যেতে পারতাম।
আতঙ্কে বাধ্য হয়ে রাতেই জিডি করেছেন বলে উল্লেখ করেন ওমর সানি।
তবে প্রযোজক ইকবাল হোসেন তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ফিল্ম ক্লাবের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কথা বলায় তাঁর নামে মিথ্যা অভিযোগে জিডি করেছেন ওমর সানী।