Home / মিডিয়া নিউজ / ব্যবসায়ীকে বিয়ে করছেন অপু বিশ্বাস!

ব্যবসায়ীকে বিয়ে করছেন অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক- ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে।

এর কারণ হিসেবে জানা গেছে, তিনি নাকি আবারও বিয়ে করছেন। অপুর বিয়েক কথা

বাতাশে ভাসলেও এবার তিনি নিজেই পরিস্কার করে দিয়েছেন তিনি কাকে বিয়ে করতে যাচ্ছেন।

সম্প্রতি তিনি একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা এগুচ্ছে। পাত্র মিডিয়ার কেউ নন, তিনি একজন ব্যবসায়ী। শিগগিরই খবরটি জানাতে পারবো। যেহেতু প্রাথমিক কথাবার্তা হচ্ছে চূড়ান্ত হলেই জানাবো।

অ’পু বিশ্বা’স বলেন, আবার বিয়ের জন্য পরিবারের পাশাপাশি আমিও মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। হয়তো শিগগির বিয়ে করবো। এবার আর কোনো লুকোচু’রি থাকবে না।

‘একা একা এভাবে জীবন চলে না। তাছাড়া প্রত্যেকেই জীবনে অবলম্বন চায়, নিরাপত্তা চায়। তাই ঠিক করেছি এবার বিয়েটা করে ফেলব। কারণ, নায়িকা হলেও অফস্ক্রিনে আমিও একজন মানুষ। আমা’রও ব্যক্তিগত একটা জীবন রয়েছে।’

অ’পু বিশ্বা’স বলেন, আমা’র বাবা বেঁচে নেই। মা আমা’র একমাত্র অ’ভিভাবক। তিনিই পাত্র নির্বাচন করবেন। ইতোমধ্যেই পাত্র খোঁজাখুঁজি চলছে। একবার নিজে ভুল করে সেই ভুলের মাসুল দিয়ে যাচ্ছি। এবার মায়ের পছন্দই আমা’র পছন্দ।

মা যে ছে’লেকে বিয়ের জন্য পছন্দ করবেন তাকে বিয়ে করে নতুন সংসার শুরু করবেন জানান ‘কোটি টাকার কাবিন’ খ্যাত এই নায়িকা।

২০০৮ সালের ১৮ এপ্রিল গো’পনে বিয়ে করেন শাকিব খান ও অ’পু বিশ্বা’স। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। সম্প্রতি চার বছরে পা রাখলো জয়। অ’পু বিশ্বা’সের কাছে জয় থাকলেও বাবা হিসেবে সন্তানের সব দায়িত্ব পালন করছেন শাকিব খান। গেল বছরের ২২ ফেব্রুয়ারি আইন অনুযায়ী কার্যকর হয় শাকিব-অ’পুর ডিভোর্স।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *