





নুসরাত ইমরোজ তিশা পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।






গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন এই অভিনেত্রী।
আজ সোমবার আমাদের সময় অনলাইনের কাছে অনুভূতি প্রকাশ করেন তিশা।
তিশা বলেন, ‘প্রতিটি শিল্পীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার খুব প্রতীক্ষিত। খুব ভালো লাগছে। দায়িত্ব বেড়ে গেল।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যেন আরও কাজ করতে পারি এবং এই পুরস্কারের মর্যাদা ধরে রাখতে পারি। যে ছবির জন্য পেয়েছি এর পরিচালক অনন্য মামুনকে ধন্যবাদ। সবাই আমাকে উইশ করছে। এই ভালো লাগা বলে প্রকাশ করতে পারব না।’