





বলিউডের উঠতি বয়সী অভিনেত্রীর তালিকায় খুব স্বাভাবিকভাবেই উঠে আসে সারা আলি খানের নাম।






২০১৯ সালে কেদারনাথ ছবি দিয়ে বলিউডে অভিষেক। প্রথম ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে






সারার যুগলবন্দি বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছিল। তবে বক্স অফিসের ব্যবসা নিয়ে মোটেই মাথা ব্যাথা নেই সারার।
তিনি স্বপ্ন দেখেন পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ছবিতে রানির চরিত্রে অভিনয় করার। অন্যদিকে আরও এক পরিচালক জোয়া আখতারের সিনেমায় মর্ডান গার্ল, এর ভূমিকায় অভিনয়। এই একটাই স্বপ্ন ও বাসনা, মনের কথা জানালেন সারা আলী খান । আর জন্য সব ধরণের চেষ্টা করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেছেন, আমি যে খুব চুজি তা নয়। আসলে পরিচালক আনন্দ এল রাই আমাকে বলেছিলেন এমন কোনও চরিত্রে অভিনয় করো যেটার থেকে দর্শক চোখ ফেরাতে পারবে না। সিনেমার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার চেষ্টা করো। তাই আগামী দিনে আমার লক্ষ্য সেই রকম চরিত্রেই স্থির থাকবে। কোনও ছোট প্রজেক্ট নয়, বড় প্রোজক্টে কাজ করার চেষ্টা করব।