





দেশের সফলতম নারী ডিজে বলতে যে নামটি প্রথমে আসে তিনি ডিজে সনিকা। ব্যতিক্রম ফ্যাশনের






সুবাদে সর্বদায় আলোচনায় থাকেন, সেটা হোক ইতিবাচক বা নেতিবাচক। সবর্দাই স্বাধীনচেতা স্বভাবের






নারী তিনি। নিজের খেয়াল-খুশি মতোই চলতে পছন্দ করেন। আর সেই কারণে নিজের মাথার সমস্ত চুল ফেলে দিয়েছেন তিনি। একেবারে ন্যাড়া হয়ে গেছেন।
সম্প্রতি ফেসবুক পেজে ন্যাড়া মাথাসহ ছবি পোস্ট করেছেন ডিজে সনিকা। এদিকে সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে ন্যাড়ার হওয়ার অদ্ভূত কারণও জানালেন ডিজে সনিকা। সনিকা বলেন, ‘আমাকে যারা অনুসরণ করে, সেই ভক্তরা জানেন, আমি সবসময় নিজেকে নিয়েই এক্সপেরিমেন্ট করি, নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করি।’
তিনি বলেন, ‘যখন আমি ডিজে শুরু করি, তখন আমার লম্বা কালো চুল ছিল। এরপর কিছু সময় যাওয়ার পর আমি চুলে কালার দিলাম, শর্ট বব করলাম, সবুজ করলাম, লাল করলাম, ব্লন্ড করলাম। এখন দেখি সব স্টাইল করা শেষ। কী করা বাকি? একমাত্র চুল ফেলে দেওয়া বাকি। এটা আমার অনেক আগের প্ল্যান। কিন্তু আমি উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলাম। আমার মনে হয়েছে, এখন উপযুক্ত সময়। তাই চুল ফেলে দিয়েছি। নিজের হাতেই চুল ফেলেছি।’