





টিপ পরায় রাজধানীতে এক পুলিশ সদস্য কর্তৃক লাঞ্চিত হওয়ার ঘটনায় প্রতিবাদে ফেটে পড়েন অনেকেই।






সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের পাশাপাশি পুরুষরাও টিপ পরা ছবি আপলোড






করে প্রতিবাদ জানান। অনেক অভিনেতাও টিপ পরে ছবি পোস্ট করে এই প্রতিবাদের দলে শামিল হোন।






রোববার জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম কপালে টিপ পরা একটি দারুণ ছবি প্রকাশ করে এ প্রতিবাদের অংশ নেন। ক্যাপশন জুড়ে দেন, ‘লাল টিপ… লাল সূর্য…।’ এছাড়াও ক্যাপশন ছাড়া কপালে টিপ পরা ছবি প্রকাশ করে এই প্রতিবাদে সংহতি জানিয়েছেন, অভিনেতা প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, মনোজ প্রামাণিকসহ অনেকেই।
অভিনেতাদের টিপ পরে এভাবে প্রতিবাদে অংশ নেওয়াকে ভালো চোখে দেখেননি অনেকেই। স্বয়ং আরেক অভিনেতা সিদ্দিক তাদের এ কাণ্ডের সমালোচনা করেছেন।
নিজের ফেসবুকে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রাণ রায় ও মনোজ প্রামানিকের টিপ পরা ছবি পোস্ট করে সিদ্দিক প্রশ্ন তুলেন, আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? এরপর লিখেন, ‘আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন’