





জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও ছোট পর্দার ব্যস্ত অভিনেতা ডিএ তায়েব জুটি বাঁধতে যাচ্ছেন। ‘কাঙাল’






নামে ছবিতে জুটি হিসেবে দেখা যাবে তাদের। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। আসছে ১ ডিসেম্বর থেকে এই ছবির শুটিং শুরু হবে। ছবির নায়ক ডিএ তায়েব বললেন, ‘চিত্রনাট্যের প্রয়োজনেই আমরা অপু বিশ্বাসকে চেয়েছি। তিনি গল্প পছন্দ করেছেন। আমাদের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। এটা আমাদের ছবির জন্য অনেক পজিটিভ একটা বিষয়।’ জানা গেছে, এ ছবির গল্পটি তিন শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে। যেখানে ডিএ তায়েব-অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর, আনোয়ারা বেগম, বাপ্পী চৌধুরী, অরিন। গেলো ঈদে ‘সোনা বন্ধু’ ছবির মধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে ডিএ তায়েবের। জানা গেছে, ‘কাঙ্গাল’ ছাড়াও নার্গিস আক্তারের ‘দরদী’ ও মনির সিদ্দিকীর ‘পথের মানুষ’ ছবিতে দেখা যাবে তায়েবকে।