





নাঈম-শাবনাজ, নব্বই দশকের সারাদেশে আলোড়ন তোলা এক জুটির নাম। ছবিতে অভিনয় করতে






গিয়ে তাদের দুই জনের প্রণয়, তারপর ঘর বাঁধা। এখন পর্যন্ত সুখে-শান্তিতে আছেন এই জুটি।






তাদের ঘরে রয়েছে দুই কন্যা সন্তান। দীর্ঘ ২৭ বছর ধরে একই ছাদের নিচে বাস






করছেন এই তারকা দম্পতি। এখনও তাদের ভালোবাসা মুগ্ধ করে সবাইকে।
বর্তমানে চলচ্চিত্র ছেড়ে দূরে আছেন এই দম্পতি। নাঈম মনোযোগী তার ব্যবসা নিয়ে। টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে লোক লস্কর নিয়ে কৃষিকাজে মনোনিবেশ করছেন করটিয়া জমিদার বাড়ির সন্তান। অন্যদিকে তার সহধমির্ণী শাবনাজ সংসারে ব্যস্ত সময় পার করছেন।
গ্রামে শিশুদের বানানো পাতার ঘর দেখে মুগ্ধ হয়েছেন নাঈম-শাবনাজ। সেই ঘরে শাবনাজের কোলে মাথা রেখে ঘাসের ওপর শুয়ে আছেন নাঈম। এটি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। হঠাৎ দেখে মনে হবে সিনেমার কোনো দৃশ্য। এমনি একটি ছবিই আপলোড করেছেন তারা। ক্যাপশনে লিখেছেন, ‘গ্রামের বাচ্চারা গাছের পাতা দিয়ে খেলার জন্য কি সুন্দর ঘর বানিয়েছে, সে ঘরে আমরা দুইজন।’