





রাশমিকা মান্দানা, বর্তমানে ভারতের জাতীয় ক্রাশ। দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয়তিনি।






এই সুন্দরী ব্যক্তিজীবনকে সামনে আনতে চান না। ভারতের জাতীয় ক্রাশ খ্যাত এই নায়িকা






সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়েছিলেন। নিজের অনেক অজানা কথা বলেছেন ভীষ্ম খ্যাত অভিনেত্রী।
রাশমিকা জানান, পার্টিতে মদের সঙ্গে শূকরের মাংসের তান্দুরি খেতে পছন্দ করেন। ধূমপান একদম পছন্দ করেন না। শুধু তাই না আশেপাশে কেউ ধূমপান করলেও বিরক্ত হন তিনি। পাঠক একটা বিষয় সাফ বলেছেন রাশমিকা। তিনি জানান, ধূমপান করেন এমন কাউকে বিয়ে করবেন না। তবে হবু বরের মদপানের অভ্যাস থাকলে সমস্যা নেই তার।