





ছেলের খতনা নিয়ে সাবেক স্ত্রীর সঙ্গে টানাপোড়নের মধ্যেই নতুন করে ঘর বাধার স্বপ্ন দেখছেন অভিনেতা






সিদ্দিকুর রহমান সিদ্দিক। দ্বিতীয় বিয়ের জন্য মনস্থির করেছেন তিনি। সে জন্য পারিবারিকভাবে পাত্রী খুঁজছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।






সিদ্দিকুর রহমান বলেন, আগের ধাক্কাটার রেশ এখনো রয়ে গেছে, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। পরিবার আমাকে নিয়ে খুব চিন্তিত। আগে নিজের ইচ্ছায় বিয়ে করে একটা কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে। তাই এবার আর ঝুঁকি নিতে চাই না। আমার পরিবারই বিয়ের বিষয়টি দেখছে। পাত্রী খোঁজা হচ্ছে। মনের মত পাত্রী পেলে বিয়ে করে ফেলবো। পাত্রী হিসেবে একেবারে সাংসারিক একটা মেয়ে চাই। যে আমার যত্ন করবেন, আমার পরিবারের খেয়াল রাখবেন। আমি পুনরায় ধাক্কা খেতে চাই না।
২০১২ সালের ২৪ মে ভালোবেসে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেছিলেন সিদ্দিক। কিন্তু তাদের সংসার বেশিদিন টেকেনি। ২০১৯ সালের অক্টোবরে সিদ্দিকুরের সঙ্গে মারিয়ার বিচ্ছেদ হয়। এরপর থেকে এই তরুণীকে মডেলিংয়ে নিয়মিত হতে দেখা যায়। তাদের সংসারে রয়েছে ৭ বছর বয়সী ছেলে আরশ রহমান। সম্প্রতি অনুমতি ছাড়া ছেলে আরশের খতনা করায় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন তার সাবেক স্ত্রী।