Home / মিডিয়া নিউজ / কোনও দিন কোনও বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়িও না: নীনা গুপ্তা

কোনও দিন কোনও বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়িও না: নীনা গুপ্তা

কর্মব্যস্ত জীবন থেকে একটু ব্রেক নিয়ে আপাতত উত্তরাখণ্ডের মুক্তেশ্বরে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী নীনা গুপ্তা।

ছুটির মুডেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এক ভিডিও। ভিডিওতে নীনা তার ভক্তদের বলেছেন কখনই

বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ানো উচিত নয়। কিন্তু হঠাৎ কেন এমন মন্তব্য তাঁর?

আটের দশকে ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম জমে উঠেছিল নীনার।

ক্যারিবীয় কিংবদন্তি ভিভ তখন বিবাহিত। দুই সন্তানের বাবা। প্রেমের শুরুর দিকে ভারতে নিয়মিত যাতায়াত ছিল ভিভের। তবে কোনও দিনই সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। ১৯৮৯ সালে জন্ম নিয়েছে নীনা গুপ্তা আর ভিভ রিচার্ডসের মেয়ে মাসাবা। মেয়েকে দেখতে ভারতে এসেও ছিলেন ভিভ। তার পর ধীরে ধীরে ভা’ঙন ধরে নীনা-ভিভের সম্পর্কে। মেয়ে মাসাবাকে ‘সিঙ্গল মাদার’ হিসেবেই বড় করেছেন তিনি।

নিজের বিবাহ বহির্ভূত সন্তানধারণের সিদ্ধান্তে আক্ষে’পও প্রকাশ করেছেন নীনা। নীনা বলেছেন, ”বিয়ের আগে সন্তানধারণ না করলেই পারতাম। প্রত্যেক সন্তানের বাবা-মা দুজনকেই প্রয়োজন।” ইনস্টাগ্রামে তিনি ‘সচ কহু তো’ বলে একটি সিরিজ শুরু করেছেন। তার এই নতুন ভিডিও সেই সিরিজের একটি সংযো’জন মাত্র। ভিডিওতে নিজের জীবনের নানা ভাল-ম’ন্দ অভি’জ্ঞতা সম্পর্কে সবাক নীনা।

তিনি বলেছেন, প্রথমে বিবাহিত পুরুষরা আপনার সামনে এমন ভাব করবেন যে তারা তাদের স্ত্রীকে আর মোটেই ভালবাসেন না। তারা যেন বেরিয়ে আসতে চাইছেন বিবাহের সম্পর্ক থেকে। আর সেই দেখে আপনিও তার প্রেমে পড়লেন। ছুটি কাটাতে চললেন তার সঙ্গে। এ পর্যন্ত ঠিক ছিল! কিন্তু বিয়ে করতে চাইলে? তখনই আপনাকে শুনতে হবে পার্টনারের নানা অ’জুহা’ত।

কখনও বাচ্চা কখনও সম্পত্তি, অজু’হাতের তালিকার কোনও শেষ নেই। আপনি বুঝে উঠতে পারবেন না ঠিক কী করবেন? প্যানিক করতে শুরু করবেন! পরি’স্থি’তি এতটাই বি’গড়ে যাবে যে আপনার পার্টনার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইবে।— তাই নীনার পরামর্শ, ”সত্যি বলতে কোনও দিন বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়িও না।” ৬০ বছর বয়সী নীনার এই বক্তব্য স্বাবাভিক ভাবেই নেটাগরিকদের মনে নানা প্রশ্ন তুলেছে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *