





বলিউডে পা ফেলার জন্য পুরোদমে প্রস্তুতি চালাচ্ছেন শাহরুখ খানের কন্যা সুহানা।






কিছুদিন আগেই তাঁর ইংরাজি শর্টফিল্ম ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ নিয়ে বেশ সাড়া পড়ে।






বোঝাই গিয়েছিল অভিনয় নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে বাদশা-কন্যার।
এবার শোনা যাচ্ছে, বলিউডেও নাকি নিজের অ্যাক্টিং কেরিয়ার শুরু করতে চান সুহানা। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করার জন্য ইতোমধ্যেই যথেষ্ট পরিশ্রম শুরু করে দিয়েছেন তিনি। সূত্রের খবর, সুহানা নাকি ঠিক করেছেন বাবার অভিনয় করা প্রায় সবক’টি ছবিই তিনি দেখবেন।
বাবার দেখানো পথে হেঁটেই নিজের অ্যাক্টিং কেরিয়ারকে জবরদস্ত করতে চাইছেন তিনি। তাই ‘মান্নত’ -এ যে মিনি থিয়েটারটি আছে সেখানে নিয়মিত শাহরুখের ছবি দেখছেন কিং খানের লাডলী।