Home / মিডিয়া নিউজ / নবাবজাদি সারা আলি খান’র রেকর্ড

নবাবজাদি সারা আলি খান’র রেকর্ড

মাত্র তিন মাস হলো পা রেখেছেন বিনোদন দুনিয়ায়। আর এর মধ্যেই নবাবজাদি সারা আলি খান

জয় করে নিয়েছেন অগণিত মানুষের মন। বড় বড় পরিচালকের মত, ভবিষ্যতের সুপারস্টার তিনি। ডিসেম্বরে দুটো চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক হয় সারার।

সাম্প্রতিক খবর বলছে, এরই মধ্যে একটি রেকর্ড করে ফেলেছেন তিনি। বাবা পাতৌদির নবাব, অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে নির্মাতা-প্রযোজক ও টিভি ব্যক্তিত্ব করণ জোহরের জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ মৌসুমে অতিথি হন সারা। ওই শোতে তাদের পর্বটি অর্জন করেছে সবচেয়ে বেশি টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট)।

‘কফি উইথ করণ’-এ সারা আলি খানের অভিষেক নিয়ে বি-টাউনে ব্যাপক আগ্রহ তৈরি হয়। ওই পর্বটি অন্তর্জালে ছড়িয়ে পড়ে। বাবা-মেয়ের মনখোলা আলাপে পর্বটি তুমুল জনপ্রিয় হয় এবং সর্বোচ্চ সংখ্যক টিআরপি অর্জন করে।
শোতে এই তারকা কন্যার উত্তরগুলো ছিল খুবই মজার ও স্মার্ট। তাছাড়া বাবার সামনেই ‘সোনু কে টিটু কি সুইটি’ তারকা কার্তিক আরিয়ানকে ‘ক্রাশ’ বলেন তিনি। ‘ডেটে’ যাওয়ার আগ্রহও প্রকাশ করেন। এই আলাপ অন্তর্জালে আগুন ঝরায়।

‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ দিয়ে বলিউডে পা রাখেন সারা আলি খান। প্রথম ছবিটি মোটামুটি ব্যবসা করলেও দ্বিতীয় ছবিই পৌঁছে যায় ২০০ কোটির ক্লাবে। একটি নামকরা সাময়িকীর মার্চ সংখ্যায় অভিষেক হয়েছে তার, প্রচ্ছদ কন্যা হয়েছেন তিনি।

প্রথম সিনেমা মুক্তির পরই আলোচনায় আসেন সারা আলি খান। তার কাণ্ডজ্ঞান, সাক্ষাৎকারে বুদ্ধিমত্তা দিয়ে তাৎক্ষণিক উত্তর আর আকর্ষণীয় ব্যক্তিত্ব মন জয় করে সবার। সিনেপ্রেমিকরা তার তৃতীয় সিনেমার দেখার জন্য মুখিয়ে আছেন। অন্তর্জালে ভক্ত ও অনুরাগীর সংখ্যা বাড়ছে। সম্প্রতি একটি ব্র্যান্ডের পণ্যদূত হয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, ডেভিড ধাওয়ানের ‘কুলি নাম্বার ওয়ান’-এর রিমেকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে। বলা হচ্ছে, জুলাইয়ে শুটিং শুরু হবে এবং আগামী বছর মুক্তি পাবে ছবিটি। তবে নিশ্চিত খবর হলো, ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল টু’ ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধবেন সারা।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *