Home / মিডিয়া নিউজ / ২৬ বছর পার দিব্যার কথাই সত্যি হয়েছে শাহরুখের জীবনে!

২৬ বছর পার দিব্যার কথাই সত্যি হয়েছে শাহরুখের জীবনে!

দেখতে দেখতে বলিউডে ২৬ বছর পার করে ফেললেন বাদশা শাহরুখ খান। ২০১৮-তে দাঁড়িয়ে

শাহরুখ আজ বলিউডের বাদশা বলেই পরিচিত, কিংবা বলিউডের কিং। বর্তমানের বলিউড বাদশার

যাত্রা শুরু হয়েছিল ১৯৯২ সালে অভিনেত্রী দিব্য ভারতীর বিপরীতে ‘দিওয়ানা’ ছবির হাত ধরে।

সেসময় শাহরুখ সবে সবে যাত্রা শুরু করলেও, দিব্যা তখন তারকা। বেশ নামডাক হয়েছে তাঁর। তবে ‘দিওয়ানা’তে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতার শিরোপা পান শাহরুখ। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। আজ বলিউড বাদশার ২৬ বছর পূর্তিতে এক পুরনো সাক্ষাৎকারে তাঁর প্রথম সহ অভিনেত্রীর স্মৃতিচারণার কথা নতুন করে প্রাসঙ্গিত হয়ে উঠেছে।

দিওয়ানা ছাড়াও ‘দিল আসান হ্যায়’ বলে আরও একটি হিন্দি ছবিতে দিব্যার বিপরীতে অভিনয় করেন শাহরুখ। পরবর্তীকালে ১৯৯৩ সালে এক দুর্ঘটনায় চিরকালের মতো বিদায় নিতে হয় দিব্যকে। দিব্যার মৃত্যু নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেউ বলেন তাঁকে খুন করা হয়েছিল, আবার কেউ বলেন সেটা নেহাতই দুর্ঘটনা।

সে যাই হোক পরবর্তী কালে এক সাক্ষাৎকারে দিব্যার স্মৃতিচারণা করেছিলেন শাহরুখ। তিনি বলেন, আমি দিব্যার সঙ্গে মাত্র দুটি ছবিতে অভিনয় করেছি। আমার মনে আছে আমি তখন দিল্লিতে ছিলাম যে সময় দিব্যা মৃত্যু হয়। আমি খবরটা শুনে চমকে গিয়েছিল। যাইহোক সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার শান্তি কামনা করি।

২৬ বছর পার দিব্যার কথাই সত্যি হয়েছে শাহরুখের জীবনে! স্মৃতি চারণায় শাহরুখ আরও বলেন, আমি সিনেমার ডাবিংয়ের কাজে ব্যস্ত ছিলাম, সেসময় রতন জৈন আমায় বাজিগরের জন্য সাইন করাতে এসেছিল। তখন দিব্যা উঠে এসে আমায় বলেছিল, তোমার মধ্যে অভিনয়ের এক অন্যন্য প্রতিভা রয়েছে। আমি তখনও বুঝতে পারিনি ও (দিব্যা কী বলতে চাইছে)।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *