Home / মিডিয়া নিউজ / এই প্রথম কলকাতার ছবিতে অপু বিশ্বাস

এই প্রথম কলকাতার ছবিতে অপু বিশ্বাস

এই প্রথম কলকাতার ছবিতে অপু বিশ্বাস। জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প

নিয়ে ছবিটি হচ্ছে। ছবির নাম ‘শর্টকাট’। এরই মধ্যে বিষয়টি পাকাপাকি হয়ে গেছে।

ছবিতে আরো অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসুসহ অনেকে। বাংলাদেশের আরেক চিত্রনায়িকা অরিনও এখানে অভিনয় করবেন বলে জানা গেছে। এ ছবির সংগীত পরিচালনা করবেন নচিকেতা নিজেই।

তিনি বলেন, “এই গল্পের মধ্যে সিনেমার উপাদান আছে। এটা ছোট্ট একটা গল্প। কলকাতাকে আমরা যেভাবে দেখি, সেটাই তো শহরের আসল রূপ নয়। গভীরে অনেক স্তর রয়েছে। বাংলা ছবিতেও সেগুলো উঠে আসেনি। এই ছবির মাধ্যমে সেগুলো দর্শক জানতে পারবেন।”

ছবির কাহিনী নিয়ে পরিচালক সুবীর ম-ল বলেন, “আমাদের সকলের মধ্যেই একটা শর্টকাট নেওয়ার প্রবণতা রয়েছে। পরিণতিতে কেউ সফল, আবার অনেকে ব্যর্থ। এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটো আলাদা আর্থ-সামাজিক অবস্থার দুই যুবকের গল্প ‘শর্টকাট’।

বিত্তবান পরিবারের একটি ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আর একটি ছেলে। আপাতদৃষ্টিতে দু’জনের অবস্থান আলাদা হলেও তাদের দু’জনের জীবনেই ব্যর্থতার গ্লানি রয়েছে। কোথাও গিয়ে তারা মিলে যায়। তারা এই পরিস্থিতি থেকে বেরোতে পারে কি না সেটা নিয়েই গল্প।”

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *