





বয়ফ্রেন্ড লাভ গুরুকে নিয়ে হঠাৎ এক মনোরম পরিবেশে ফ্রেমবন্দি হলেন এই হালের অভিনেত্রী






পরীমনি। এর চারপাশের পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। আর এই মনোরম পরিবেশের কিছু ছবি






নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করেছেন পরীমনি নিজেই। ছবিতে দেখা যাচ্ছে, আমের রাজ্যে হারিয়ে গেছেন পরী। দেখেই মনে হচ্ছে, এই যেন ডানাকাটা পরী।
পরীআর এই সুন্দর পরিবেশে প্রিয় অভিনেত্রীকে ফ্রেমবন্দি হতে দেখে ভক্তরা নানা ইতিবাচক মন্তব্য করছেন। তালহা মনসুর নামে একভক্ত লিখেছেন, ‘পিকটা জটিল। সোহাগ নামে আরেকভক্ত লিখেছেন, ‘ওয়াও , দেখতে খুব সুন্দর লাগছে।’
আব্দুল জিলানি পাটোয়ারি নামে একভক্ত লিখেছেন, ‘চমৎকার, আপনার জন্য শুভকামনা রইলো।’ তামিম হোসেন নামে আরেকভক্ত লিখেছেন, ‘গর্জিয়াস, সত্যি আপনি অনেক সুন্দর।’ নুসরাত রহমান নামে আরেক ভক্ত লিখেছেন, ‘বরিশালের মেয়ে বলে কথা।’
সানজিদা রহমান নামে আরেক ভক্ত লিখেছেন, ‘পরীমনি আপি তুমি এত কিউট কেন বল তো? সত্যি অসাধারণ তুমি।’ মাহবুব এ. আলম নামে আরেক ভক্ত লিখেছেন, ‘সেলফি দেইখা অবাক।’ এম আর নাজমুল নামে আরেক ভক্ত লিখেছেন, ‘ও আপু আপনাকে হেবি লাগতাসে।’