





নিজেকে ফিট রাখতে নিয়মিত জিমে যাচ্ছেন অপু বিশ্বাস। নিজের মায়ের সঙ্গে রুটিন মেনে জিমে






যায় ছোট্ট আব্রামও। আর তারই একটি ছবি অপু বিশ্বাস ৭ মে সকাল ৯টায় তার ইন্সটাগ্রামের






অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। এরপর থেকেই ছবিটিকে ঘিরে নানান মন্তব্য করছেন অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ারেরা।
অপু বলেন, ‘আমি তো আমার ফিটনেস ঠিক রাখার জন্য নিয়মিত জিমে যাই। মাঝখানে বেশ মুটিয়ে গিয়েছিলাম। কিছু কারণে ঠিকভাবে সিনেমার কাজও করতে পারিনি।’
তিনি আরো বলেন, ‘আর জয়ও (আব্রাম খান জয়) আমার সঙ্গে জিমে যায়। ওই সময়টা ও ওর মতো করেই কাটায়। জিমের সবাইকে ওই সময়টা মাতিয়ে রাখে।’