





সংসার জীবনে বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন স্ত্রীর সাথে। স্বামী-স্ত্রীর সংসারে যখন শুখের ছোঁয়া






তখনি নেমে আসে অন্ধকার। খুঁজে পাওয়া যাচ্ছেনা নাট্য অভিনেতা নাঈমকে। এদিকে স্বামীকে খুঁজতে






পাগলপ্রায় তার স্ত্রী। এমন কোন যায়গা নেই যেখান খুঁজেননি তাকে। থানা-পুলিশ,






খবরের কাগজ, রাজনৈতিক নেতাসহ অনেকের কাছে। দিনের পর দিন এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন
তবে অবশেষে সব জটিলতার অবসান ঘটিয়ে ফিরে আসলেন তিনি। আর তখনি জানা যায় কেন হঠাৎ নিখোঁজ হলেন ঘর-সংসার আর স্ত্রীকে ছেড়ে। তবে এতো সব ঘটনা বাস্তবে নয়। একটি টেলিফিল্মে। ২০১৪ সালে বইমেলায় প্রকাশিত অনুরূপ আইচের লেখা ‘প্রেম নয় ভালোবাসা’। সেই বইয়ের ‘গুম’ গল্প অবলম্বনে এটি নির্মিত হয়েছে। টেলিফিল্মের নাম ‘নিখোঁজ’।
আর এতে অভিনয় করেছেন নওশীন, নাঈম, নাদের চৌধুরী, লুৎফর রহমান জর্জ, সুলতানা রেবুসহ আরও অনেকে। টেলিফিল্মটি নির্মাণ করেছেন পরিচালক এহসান এলাহি বাপ্পী। রাত সাড়ে ১০টায় আগামী ১১ মে এটিএন বাংলায় ‘নিখোঁজ’ প্রচারিত হবে টেলিফিল্মটি।