





এদিকে শাকিব খানকে স্কটল্যান্ডে দেখতে পেয়ে ভক্তরা নানা কমেন্ট করতে থাকেন। এক-ভক্ত






লিখেছেন,‘শাকিব খানের মতো নায়ক বাংলাদেশে কোনোদিন ছিলও না, আরো এক হাজার বছরেও






এমন নায়ক আমারা পাবো না আমি গ্যারান্টি দিতে পারি, এক কথায় শাকিব খান যেমন দেখতে সুন্দর তেমন কথা বলার ভাব, আমি শুধু শাকিব খানের সিনেমা দেখি, আর কোনো নায়ক এর সিনেমা দেখার চেয়ে নিজের পায়ের জুতা ভিজায় নিয়ে নিজের গালে মারা উচিৎ।’
‘এখন যেগুলো সিনেমা হল বেঁচে আছে শুধু শাকিব খানের দাপটে, ভালো মানের সিনেমা উপহার দিয়ে একাই যুদ্ধ করে যাচ্ছে শাকিব খান, Only one Hero in Bangladesh Number One Sakib Khan?’ আরেকভক্ত লিখেছেন, ‘আমি মনে করি যদি কোনো নায়ক থেকে থাকে বাস্তবে এবং চিত্র জগতে সে হচ্ছে আমার বস শাকিব খান, বস একবার দেখা দিবা,?’
আরেকভক্ত লিখেছেন, ‘Thanks for almighty কারণ আমাদের ভাইজান নিরাপদে UK international Airport পৌঁছেছেন। আগামীকাল থেকে শুটিংয়ে অংশ নেবেন। ‘ভাইজান এলো রে’র শুভ কামনা রইল। আরেকভক্ত লিখেছেন, ‘ভাইজান গেছে ভাবিজানের (শ্রাবন্তী) সাথে দেখা করতে !’
ছবি ও কমেন্ট শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে নেওয়া।