Home / মিডিয়া নিউজ / সুখবর দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

সুখবর দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

দীর্ঘদিন ধরেই নতুন গানে পাওয়া যাচ্ছে না জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে। অ্যালবামতো

বটেই, সিনেমার গানেও তেমন একটা দেখা মিলছে না তার। তবে কি ন্যান্সি হঠাৎ করেই গান করা কমিয়ে দিয়েছেন? নাকি অন্য কোনো ঘটনা?

উত্তরে ন্যান্সি বলেন, একদমই না। আসলে অডিও ইন্ডাস্ট্রিটাই কত কয়েক মাস ধরে বেশ ধীরগতিতে চলছে। এই সময়ে অন্য শিল্পীদের গানও খুব কম প্রকাশ হয়েছে। তার মধ্যে হয়তো আমি আরো কম। কারণ সংসার, সন্তান সামলে আমার গান করতে হয়। আমার কাছে আগে হলো পরিবার। তারপর ভালোবাসার জায়গা থেকে গানে সময় দিই। সেদিক থেকে এটা ঠিক গত কয়েক মাসে নতুন কাজ করিনি বললেই চলে। তবে একটি সুখবরও কিন্তু আছে। সেটা কি?

ন্যান্সি বলেন, আমার শ্রোতারাও অনেক দিন ধরেই আমার নতুন গানের খবর জিজ্ঞাসা করছেন। আমিও তাদের এ সুখবরটি দিতে চাই। সেটা হলো আমার নতুন আরো দুটি গান আসছে। আর চমকের বিষয় হলো দুটি গানই দ্বৈত গাইবো হাবিব ওয়াহিদ ভাইয়ের সঙ্গে। গানগুলোর সুর ও সংগীতায়োজনও করবেন তিনি। এরই মধ্যে গানগুলো তৈরির কাজ শুরু হয়ে গেছে।

তিনি বলেন, সর্বশেষ ‘গোলাপের দিন’ শীর্ষক একটি দ্বৈত গান করেছিলাম হাবিব ভাইয়ের সঙ্গে। সেটা শ্রোতারা অনেক পছন্দ করেছেন। তারই ধারাবাহিকতায় হাবিব ভাইয়ের সঙ্গে দুটি গান হচ্ছে নতুন। এ দুটি গানের কথা লিখেছেন যথাক্রমে গুঞ্জন রহমান ও সুহৃদ সুফিয়ান। আমার বিশ্বাস এ দুটি গান হাবিব ভাই ও আমার ভক্ত-শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে। আর একক অ্যালবামের কি খবর?

ন্যান্সি বলেন, সাউন্ডটেক থেকে একক অ্যালবামের পরিকল্পনা অনেক আগেই হয়েছে। আহমেদ রিজভী ভাইয়ের কথায় ও তত্ত্বাবধানে অ্যালবামটি হচ্ছে। তবে এর কাজ এখনও শুরু হয়নি। খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন তিনি। দেখা যাক কি হয়। এমজমিন

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *