





২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ফারিয়া শাহরিন অভিনীত সিনেমা ’আকাশ কত দূরে’।






ওই ছবিতে ’পরী’ নামে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। ইমপ্রেস টেলিফিল্ম ও সরকারী






অনুদানে নির্মিত ছবিটি সে বছর দারুণ প্রশংসিত হয়। শুধু তাই, জুলফিকার রাসেলের কাহিনী,






চিত্রনাট্য ও সংলাপে এবং সামিয়া জামানের পরিচালনায় ’আকাশ কত দূরে’ ছবির মাধ্যমে ফারিয়া নতুন পরিচয়ে পরিচিত হন। এতো গেল ফারিয়া শাহরিনের পুরনো কেচ্ছা। পড়াশুনার জন্য জনপ্রিয়তাকে বিসর্জন দিয়েছিলেন তিনি। তবে হঠাৎ করে পরিচালকদের কুপ্রস্তাবের কথা ফাঁস করে সমালোচিত হচ্ছেন তিনি। ফাঁস করেই যাচ্ছেন একের পর এক পরিচালকদের কুপ্রস্তাবের কেচ্ছা।
সম্প্রতি এই অভিনেত্রী দাবি করেছেন তাকে পেতে এক ধনকুবের বিএমডব্লিও গাড়ি উপহার দিতে চেয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব উড়িয়ে দেন। সম্প্রতি দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে দেয়া ফারিয়ার একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে মিডিয়ার বেশ কয়েকজন পরিচালক, প্রযোজক ও সহশিল্পীদের সমালোচনার মুখে পড়েছেন সাবেক লাক্স তারকা ফারিয়া। তবে তাঁর কথা, যাঁরা সমালোচনা করছেন তাঁরা ভুল ব্যাখ্যা দিয়ে সমালোচনা করছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি তো মিডিয়ার সবাইকে খারাপ বলিনি। কয়েকজন মানুষ আমার সঙ্গে কাজে ঝামেলার সৃষ্টি করেছেন, তাঁদের কথাই বলেছি। সুন্দর পরিবেশে এখানে আমিও কাজ করতে চাই। সবাই যেভাবে সমালোচনা করছেন, তাতে আমি কষ্ট পাচ্ছি। আমি তো সবাইকে খারাপ বলিনি। সবাই যদি খারাপ হত তাহলে আজ (আতঙ্ক) যে নাটকটিতে কাজ করছি, সেটা কীভাবে করতাম? সবাই কোনোদিনও খারাপ না। ওই গণমাধ্যমে সাক্ষাৎকারে আমি বোঝাতে চেয়েছি, যারা আমাকে জ্বালাতন করে তারা যেন আমাকে না জ্বালায়। শিল্পী হিসেবে কাজ করব পারিশ্রমিক নেব তারপর চলে যাব। অনেকেই বাজে কথা হজম করতে পারে, আমি পারিনা।
আপনি তো অনেক পরিচালকের সাথে ও প্রযোজকের সাথে কাজ করেছেন কখনো কি এমন কোন প্রস্তাব পেয়েছেন সরাসরি? এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন আমি ২০টির মতো নাটকে কাজ করেছি। এরমধ্যে মাহফুজ আহমেদ, সাফায়েত মুনসুর রানা, চয়নিকা চৌধুরী, কৌশিক সংকর দাসের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করেছি। কই তাদের থেকে তো তিক্ত অভিজ্ঞার মুখোমুখি হইনি। আমার কাজ দেখে মাহফুজ তালি দিয়েছিলেন। আমার সমস্যা হয়েছে, গুটিকয়েক খারাপ মানুষের জন্য আমি নিজেকে সরিয়ে রেখেছি। নিজেই ভালো কাজ থেকে বঞ্চিত হয়েছি’।
উল্লেখ্য, সম্প্রতি দেশে এসে তিনিএকতি বেসরকারী টিভি চ্যনেলের উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন পাশাপাশি কাজী সাইফের পরিচালনায় ’আতঙ্ক’ নামের একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন। এ মাসের ২৮ তারিখে (রবিবার) আবারো পড়াশনার জন্য ফিরে যাবেন মালয়েশিয়ায়।