





কখনও মা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে সানি দেওলের ছবি নিয়ে সমালোচকদের






জবাব দিয়েছেন। আবার কখনও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে মুখ খুলেছেন।






অক্ষয় কুমারের ঘরণী টুইঙ্কেল খান্না অভিনয় থেকে সরে গেলেও সোশ্যাল সাইটে সব সময়ই সরব।






যা নিয়ে তিনি প্রায়শই আলোচনার কেন্দ্রেও থাকেন। কিন্তু, এবার যা করলেন টুইঙ্কেল খান্না, তাতে ফের তাকে নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।
সম্প্রতি ভগ ম্যাগাজিনের কভার পেজের জন্য ফটোশুট করেন টুইঙ্কেল। সেই ম্যাগাজিনের কভার পেজে ফ্লোরাল পায়জামায় তাকে মোহময়ী লাগলেও, তার পোজ নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে। ওই ছবিতে বেশ কিছু বইয়ের উপর পা তুলে রাখতে দেখা যাচ্ছে তাকে।
টুইঙ্কেলের ওই ছবি প্রকাশ্যে আসার পর পরই জোর সমালোচনা শুরু হয়েছে। টুইঙ্কেল কেন বই-এর উপর পা তুলে দিয়েছেন, তা নিয়ে সমালোচনা শুরু হলে তার পাল্টা জবাবও দিয়েছেন অক্ষয় ঘরণী।
তিনি দাবি করেছেন, বই নয়, একটি স্টুলের উপর পা দিয়েছেন তিনি। স্টুল নোংরা করতে চান না বলেও, তার উপর একটি কভার রেখে পা তুলেছেন। যদিও, টুইঙ্কেলের কথায় চিঁড়ে ভেজেনি। তাকে নিয়ে সমালোচনা অব্যাহত।