





২০০১ সালে বিয়ে করেন টুইঙ্কেল খান্না আর অক্ষয় কুমার। আর বিয়ের এতো বছর পর এসে






বলছেন অক্ষয়কে নাকি টুইঙ্কেল বিয়ে করতে চায়নি। বিয়েটা নাকি হয়েছে বাজিতে হারার কারণে।






সম্প্রতি একটি অনুষ্ঠানে অক্ষয়ই এই কথা স্বীকার করেন। কি নিয়ে তাহলে বাজি ধরা হয়েছিল যাতে টুইঙ্কেল হেরে গিয়েছেন? ঘটনা ঘটেছে ২০০০ সালে। তখন আমির খান আর টুইঙ্কেল খান্নার ছবি ’মেলা’-র সাফল্য নিয়ে টুইঙ্কেল বাজি ধরেছিলেন অক্ষয়ের সঙ্গে।
সেই অনুষ্ঠানে অক্ষয় বলেন, ’টুইঙ্কেল ’মেলা’র সাফল্য নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী ছিল। সে বলেছিল ছবিটা তার আশা অনুযায়ী সাফল্য না পেলে বিয়ে করে নেবে।’
আর হয়েছেও তাই। ২০০১ সালে অক্ষয়ের সঙ্গে বিয়ে করে নেন তিনি। তবে কি বাজি না হারলে অক্ষয়কে বিয়ে করতেন না তিনি। তবে আর যাই হোক বিয়ের পর থেকে এখন পর্যন্ত তারা অনেক সুখেই আছেন।