





বেশ ক’দিন ফেসবুকে ছবি দেয়া থেকে বিরত ছিলেন অভিনেত্রী প্রভা। এর পিছনে নাকি কারণও






ছিল। কী কারণ? সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই দিয়েছেন এ প্রশ্নের উত্তর। কারণ নিউজ হওয়ার ভয়েই নাকি ছবি দেয়া বন্ধ রাখেন তিনি।






তবে ভয় উতরে আবারও ছবি দিয়েছেন তিনি। তাও এখানে সেখানে নয়। একেবারে মার্কিন প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের সামনে ছবি তুলে পোস্ট করেছেন তিনি। ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘হোয়াইট হাউস, ব্রাউন আমি’।
শুধু ক্যাপশনেই সীমাবদ্ধ না। ছবিটিতে দেখতে সত্যিই বাদামী লাগছে প্রভাকে। সবুজ রংয়ের শার্ট পরিহিত প্রভার শরীর জুড়ে নিউইয়র্কের ঝলমলে রোদ।
উল্লেখ্য, এবারের ঈদে প্রায় ডজন খানেক নাটক প্রচার হচ্ছে টিভিতে। এর মধ্যে কয়েকটি নাটক দর্শকদের মাঝে প্রশংসিত হয়েছে।