





মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। বেশ ভালো কিছু নাটক ও মান সম্পন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।






টেলিছবিতে অভিনয় করা ছাড়াও বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। নিজের কাজের পাশাপাশি






সামাজিক দায়িত্বকে পাশ কাটিয়ে যাননি তিনি। উত্তরায় অবস্থিত একটি প্রতিবন্ধী






কেন্দ্রে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তিনি। করছেন বিগত আড়াই বছর ধরেই।
এ প্রসঙ্গে সুজানা জাফরের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান- এটি উত্তরায় অবস্থিত। আড়াই বছর আগে তিনি তার একজন বোনের মাধ্যমে সেখানকার ঠিকানা পান। তারপর থেকে তিনি প্রতিবার সেখানে কোরবানি দেন।
ওখানে অবস্থিত প্রতিবন্ধী ব্যক্তিরা তাকে বেশ আপন করেই নিয়েছেন। সুজানা জাফর এখন তাদের জীবনেরই একটি অংশ।