Home / মিডিয়া নিউজ / কলেজের গণ্ডি পার হননি বলিউডের যে তারকারা

কলেজের গণ্ডি পার হননি বলিউডের যে তারকারা

ক্যারিয়ারকে প্রাধান্য দিতে গিয়ে কলেজের গণ্ডি পার করতে পারেননি অনেক নামকরা তারকারা।

তা সত্ত্বেও পরিশ্রম ও অধ্যবসায়কে সঙ্গী করে সাফল্যের স্বাদ পেয়েছেন। বলিউড অনেক তারকাই

ভালো পড়াশোনা না করেও বিখ্যাত হয়েছেন নিজের অভিনয় গুণে। তাদের কয়েকজনকে নিয়েই আমাদের আজকের আয়োজন

► ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ, বলিউডের একজন নামজাদা অভিনেত্রী। অনেক সফল সিনেমার নায়িকা তিনি। চমকপ্রদ তথ্য হলেও সত্য, ক্যাটরিনা শিক্ষাজীবনে কলেজের গণ্ডি পার হননি। ক্যাট মাত্র ১৪ বছর বয়স থেকেই মডেলিং শুরু করেন। মডেলস ওয়ান এজেন্সির সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়ে লন্ডনে মডেলিং কার্যক্রম চালিয়ে যান। এছাড়া তিনি লন্ডন ফ্যাশন উইকে কাজ করেছেন।

লন্ডন ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা কাইজাদ গুস্তাদ লন্ডনে মডেলিং কাজে নিয়োজিত কাইফকে চলচ্চিত্রের রুপালি পর্দায় নিয়ে আসেন। কিন্তু, চলচ্চিত্র পরিচালকেরা হিন্দি ভাষায় কথা বলতে না পারায় ক্যাটরিনার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে দ্বিধাগ্রস্থ ছিলেন। ২০০৫ সালে সরকার ছবিতে প্রাথমিক সাফল্য পান। এই অভিনেত্রী মূলত শোবিজ অঙ্গনে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে কলেজের গণ্ডি পার হতে পারেননি।

► কারিশমা কাপুর

একসময়ের বলিউডের সেরা অভিনেত্রীদের অন্যতম ছিলেন কারিশমা কাপুর। ১৯৯৬ সালে, কাপুর তার সর্বাধিক বাণিজ্যিক সাফল্য পাওয়া ‘রাজা হিন্দুস্তানি’ চলচ্চিত্রের জন্য প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন এবং পরবর্তীতে ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

তিনি সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত হন ‘ফিজা’ চলচ্চিত্রে নেতৃস্থানীয় ভূমিকায় অভিনয়ের জন্য এবং ‘জুবেইদা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ফলে, কাপুর হিন্দি চলচ্চিত্রের একজন নেতৃস্থানীয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাত্র ১৬ বছর বয়সে অভিনয়জীবন শুরু করা কারিশমার পক্ষে এরপরে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

► অর্জুন কাপুর

ভারতীয় এই অভিনেতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও পাস করতে পারেননি! দ্বাদশ শ্রেণি পর্যন্ত অর্জুন পড়াশোনা করেছিলেন মুম্বাইয়ের আর্য বিদ্যা মন্দিরে। দ্বাদশ শ্রেণিতে অকৃতকার্য হয়ে তিনি পড়াশোনা ছেড়ে দেন।

‘কাল হো না হো’ ও ‘ওয়ান্টেড’সহ বেশ কয়েকটি ছবিতে সহকারী পরিচালক ও সহ প্রযোজক হিসেবে কাজ করার পর অর্জুন হাবিব ফয়জলের ‘ইশকজাদে’ ছবিতে অভিনেতা হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন। এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

►কাজল

ভারতের মুম্বাই শহরে জন্ম নেওয়া কাজল পরিচালক সমু মুখার্জী ও অভিনেত্রী তনুজা দম্পতির কন্যা, এবং অভিনেতা অজয় দেবগনের স্ত্রী। কাজল ভারতের অন্যতম সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী।

তিনি তার কর্মজীবনে বারটি ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়নের মধ্যে ৬টি পুরস্কার জয় করেছেন। তার মাসী নূতনের সঙ্গে যৌথভাবে তিনি সর্বোচ্চ পাঁচবার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার বিজয়ের রেকর্ড ধরে রেখেছেন। তিনি মূলত ১৬ বছর বয়স থেকে অভিনয়ে মনোযোগী হওয়ায় কলেজ শেষ করতে পারেননি।

►কঙ্গনা রানাওয়াত

বলিউড চলচ্চিত্রে মোটামুটি নিজের অবস্থান বেশ ভালোভাবে ধরে রেখেছেন এই অভিনেত্রি। কঙ্গনা মোট ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে ২ বার সেরা অভিনেত্রী হিসেবে ও একবার সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান। সুদক্ষ এই অভিনেত্রিও কলেজ পাস করতে পারেননি। কলেজের ফাইনাল পরীক্ষায় রসায়ন বিজ্ঞানে ফেল করে তিনি আর পড়ালেখার দিকে মুখ ফিরিয়েও তাকাননি!

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *