





চিন্তিত হয়ে পড়েছেন দেবের হবু বউ অভিনেত্রী রুক্মিনি মৈত্র। ‘চ্যাম্প’ নামের একটি সিনেমায়






হবু বর টলিউড অভিনেতা দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন রুক্মিনি।






এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর।






তাই বিষয়টি নিয়ে তার বেশ টেনশনে সময় কাটছে বলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন তিনি। ‘চ্যাম্প’ সিনেমাটি বক্সারের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে বক্সারের চরিত্রে দেখা যাবে দেবকে।
সিনেমাটি নির্মাণ করেছেন রাজ চক্রবর্তী। আর এটি প্রযোজনা করছেন দেব। সিনেমাটি আগামী ২৩ জুন মুক্তি পাবে। মূলত সিনেমাকে ঘিরেই একটু চিন্তিত দেবের হবু বউ । এ প্রসঙ্গে রুক্মিনি বলেন, ‘‘কখনো অভিনয় করব তা ভাবিনি।
অথচ আজ আমার প্রথম সিনেমা ‘চ্যাম্প’ একটা ব্র্যান্ড। তবে আমার মতো এত টেনশন, এত প্রেসারও বোধহয় অভিষিক্ত কেউ পায়নি। এত নজরদারির মধ্যেও কেউ থাকেননি। আবার এত ভালোবাসাও অন্য কেউ পেয়েছে বলে তো মনে হয় না। ’’