





অভিনেতা ওমর সানী বলেছেন, জাস্ট একটা নক করলেই যেকোনো ধরনের সহায়তা পৌঁছে যাবে






শিল্পীর নিকট। যতদ্রুত সম্ভব আমরা সে সহায়তা দেওয়ার চেষ্টা করবো।






নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে কী করবেন এমন প্রশ্নের জবাবে ওমর সানী তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আজ বৃহস্পতিবার এক আলাপচারিতায় ওমর সানী বলেন, আমি নির্বাচিত হলে শিল্পীদের যেন দুঃস্থ শব্দটা না শুনতে হয় তার বিপরীতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করবো, ইতোমধ্যে অনেকগুলো করেও ফেলেছি।
ওমর সানী বলেন, সকল শিল্পীদের আমি এক কাতারে নিয়ে আসবো, কেউ ছোট বড় থাকবে না। সবার সব ধরনের তথ্য সংরক্ষণ থাকবে, কোনো তথ্য পরিবর্তন হলে সাথে সাথে তথ্য হালনাগাদ করা হবে। সোশ্যাল নেটওয়ার্কিং এর মধ্যে থাকবে সবাই। যে কোনো বিপদে জাস্ট একটা নক করলেই হবে। আয়োজন করে আমাদের সাথে আলাদাভাবে যোগাযোগ করতে হবে না। শুধু দুঃসময়ে না শিল্পী সমিতি সবসময়ে শিল্পীদের পাশে থাকবে।
উল্লেখা, উল্লেখ্য, আগামী ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল, ওমর সানী-অমিত হাসান প্যানেল ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন।