





চোখে ঘন কাজল। টেডি বিয়ার হাতে বসে রয়েছে। ক্যামেরা লুক নয়। তবে নিঃসন্দেহে পোজ






দিয়েছে ছোট্ট মেয়েটি। এই মেয়েটিই এখন বলি ইন্ডাস্ট্রির চেনা মুখ নামকরা নায়িকা। বুঝতে পারছেন তিনি কে?






বলিউডে আসার আগে বেশ কিছু দক্ষিণী ছবিতে কাজ করেছেন তিনি। তবে বলি ইন্ডাস্ট্রিই তাঁকে প্রথম পরিচিতি দেয়। সৌজন্যে ‘পিঙ্ক’। ‘চশমে বদ্দুর’ দিয়ে মুম্বইতে তাঁর ডেবিউ হয়। সম্প্রতি ‘নাম শাবানা’তেও তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত। এ বার হয়তো গেস করতে পারছেন। ইন্ডাস্ট্রির একটা বড় অংশ মনে করছেন, হাসিটা দেখেই চেনা যায় নায়িকাকে। ছোটবেলার মতো এখনও একই রয়ে গিয়েছে তাঁর হাসি।
ঠিকই ধরেছেন। ইনি তাপসী পান্নু। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর মেয়েবেলার এই ছবি। দীর্ঘ স্ট্রাগলের পর এখন বলিউডে নিজস্ব জায়গা তৈরি করতে পেরেছেন তাপসী। সম্প্রতি জাতীয় পুরস্কার পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘পিঙ্ক’।-আনন্দবাজার