





ওপার বাংলাসহ দুই বাংলার জনপ্রিয় সুপারস্টার জিৎ ও বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেতা অমিত






হাসানকে এবার এক সঙ্গে দেখা যাবে একই ছবিতেই। বাবা যাদব পরিচালিত যৌথ প্রযোজনার ছবি






‘বস-টু’তে একসঙ্গে দেখা যাবে তাদের। ছবিটি জিতের ব্যাবসা সফর ‘বস’ ছবির সিক্যুয়াল বলে ধারণা করা হচ্ছে।






ছবিতে অমিত হাসান বাংলাদেশের ব্যবসায়ী শাহনেওয়াজ চরিত্রে ও জিৎ অভিনয় করছেন সূর্য চরিত্রে। এরই মধ্যে কলকাতায় চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন অমিত হাসান ও জিৎ। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হবে নতুন এ সিনেমাটি
অমিত হাসান বলেন, ‘জিৎ অনেক মিশুক প্রকৃতির। সেই সঙ্গে কাজের বিষয়ে যথেষ্ট সিরিয়াস। সবচেয়ে ভালোলাগার বিষয় এই যে, পরিচালক একটি দৃশ্য মনিটরে দেখে তৃপ্ত না হওয়া পর্যন্ত জিৎ অভিনয় করেন। তারমধ্যে কোনরকম বিরক্তি দেখিনি আমি। যথেষ্ট সম্মান দিয়েই আমার সঙ্গে কাজ করেছেন।’
জিৎ বলেন, ‘অমিত দার সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি সত্যিই খুব অভিজ্ঞ একজন অভিনেতা। তারসঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার। মূলকথা হচ্ছে একজন শিল্পী হিসেবে তিনি যেমন বিনয়ী, মানুষ হিসেবেও অসাধারণ।’
অমিত হাসান জানান, বৃহস্পতিবার তার ঢাকায় ফেরার কথা। ফিরেই তিনি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির মহরতে অংশ নিবেন।