Home / মিডিয়া নিউজ / জানেন, কতটি ভাষায় গান গেয়েছেন KK?

জানেন, কতটি ভাষায় গান গেয়েছেন KK?

গাইতে গাইতে সুরালোকে পাড়ি দিয়েছেন সংগীতশিল্পী KK। কলকাতায় অনুষ্ঠান করতে এসে আকস্মিক

প্রয়াণ হয় কেকের। জীবনের শেষ মুহূর্তগুলিও শ্রোতাদের জন্যই উৎসর্গ করে গিয়েছেন শিল্পী।

তাঁর প্রয়াণের কয়েক মাসেও আগে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি শরদিলের জন্য গান রেকর্ড করেন কেকে। তবে জানেন কি কেকে-এর গাওয়া শেষ গানটি কবে শুনতে পাবো কোথায় শুনতে পাবেন?

টাইগার ৩ ছবিতে সলমানের লিপে শোনা যাবে কেকে এর রোম্যান্টিক নম্বর দেখা যাবে। এর আগে রণবীর সিং-এর ‘৮৩’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছিলেন কেকে। এ বছর ‘লস্ট’ এও শোনা গিয়েছিল কেকে-এর গান। ২০২৩ সালে ইদে মুক্তি পাবে সেই ছবি সলমান-ক্যাটের এই ছবি।

ভারতীয় সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন KK। ১৯৯৪ সালে বিজ্ঞাপনী জিঙ্গলের মাধ্যমে তাঁর কেরিয়ার শুরু হয়। প্লে ব্যাক শুরুর আগে ১১টি ভাষায় প্রায় সাড়ে তিন হাজার জিঙ্গল গেয়েছেন তিনি।

১৯৯৯ সালে এ আর রহমানের Kalluri Saaley গানের মাধ্যমে প্লে ব্যাক শুরু করেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দু’ দশক ধরে অগণিত ছবিতে প্লে ব্যাক করেছেন তিনি।

পাশাপাশি, চালিয়ে গিয়েছেন লাইভ শো। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, মারাঠি এবং বাংলা ভাষাতেও গান গেয়েছেন তিনি। ‘তড়প তড়প’, ‘ইয়ারো দোস্তি’,’পল’, ‘আঁখো মে তেরি’, ‘বন্দা ইয়ে বিন্দাস হ্যায়’, ‘চলে জ্যায়সে হাওয়ায়ে’, ‘দশ বাহানে’, ‘তু আশিকী হ্যায়’, ‘কেয়া মুঝে পেয়ার হ্যায়’-এর মতো একাধিক সুপারহিট গান গেয়েছেন তিনি।

প্রয়াত শিল্পীর শেষ দর্শনের আয়োজন করা হয়েছে আজ সকাল ১০.৩০ থেকে ১২.৩০টা। ভার্সোভা আন্ধেরির পার্ক প্লাজায় শায়িত ছিল তাঁর মরদেহ। পৌনে দুটো নাগাদ শেষকৃত্য সম্পন্ন হল সংগীত শিল্পীর। কেকে এর ছেলে মুখাগ্নি করলেন শিল্পীর।

পঞ্চভূতে বিলীন কেকে, বলিউড এ সংগীত জগতের একাধিক বড় তারকারা এসেছিলেন কেকে-কে শেষ শ্রদ্ধা জানাতে। শুধু বলি সেলেবরা নয় প্রিয় শিল্পীকে অলভিদা জানাতে ভার্সোভা শশ্মানে উপচে ভিড়।

শ্রেয়া ঘোষাল, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, জাভেদ আখতার , বিশাল ভরদ্বাজ, রেখা ভরদ্বাজ,পাপন, শঙ্কর মহাদেবন সহ একাধিক শিল্পীরা এসেছিলেন কেকে শেষ শ্রদ্ধা জানাতে। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে শশ্মানের বাইরে ভক্তদের ঢল।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *