





মুকেশ অম্বানীর সঙ্গে ১৯৮৫ সালে বিয়ে হয়েছিল নীতা অম্বানীর। প্রতিটি সফল পুরুষের পিছনে






থাকে একজন নারীর অবদান— এ কথা দেশের অন্যতম ধনকুবের রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান






মুকেশের জীবনেও সত্যি। ছেলে মুকেশের জীবনসঙ্গিনী হিসেবে নীতাকে পছন্দ করেছিলেন মুকেশের






মা কোকিলাবেন অম্বানী। এক নৃত্যানুষ্ঠানে নীতার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মুকেশ ও নীতার প্রথম পরিচয়ের দিনগুলির কথা। মায়ের পছন্দ করে দেওয়া পাত্রীর সঙ্গে প্রথম আলাপেই মুগ্ধ হয়েছিলেন মুকেশ। নীতারও ভাল লেগেছিল মুকেশকে।
ক্রমে আলাপ গড়ায় বন্ধুত্বের দিকে। সেই সময়ে মুকেশ গাড়ি ছেড়ে নীতার সঙ্গে যাবেন বলে ভিড় বাসেও উঠে পড়েছিলেন। স্বাভাবিক ভাবেই দারুণ ’ইমপ্রেসড’ হয়েছিলেন নীতা।
তবে তাঁদের প্রেমকাহিনির সবচেয়ে আকর্ষণীয় ঘটনাটি অন্য। নিতান্তই মধ্যবিত্ত পরিবারের মেয়ে নীতা তখন একটি স্কুলে ৮০০ টাকা বেতনের চাকরি করতেন। কুড়ি বছরের তরুণী নীতার খুব প্রিয় ছিল সেই চাকরি। মুকেশ বিয়ের প্রস্তাব দিলে তিনি শর্ত দেন, বিয়ের পরেও যদি শিক্ষকতা করতে দেন মুকেশ, তবেই তিনি বিয়ে করতে রাজি।
বলাই বাহুল্য, মুকেশ এ ব্যাপারে আপত্তি করেননি। বিয়ের পরেও শিক্ষকতা বজায় রেখেছিলেন নীতা।সূত্র : এবেলা