





কিছুদিন আগেই চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকাই ছবির আলোচিত খলনায়ক






মনোয়ার হোসেন ডিপজল। মেয়ে অলিজার পরিচালনায় ফিরছেন বলে জানিয়েছেন তিনি।






পাশাপাশি সিনেমার মানুষদের মিটিংয়ের নানা সেলফিতে দেখা যাচ্ছে তাকে। এছাড়াও শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।
এ নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলকে নীতিগত সমর্থন দিয়ে তাদের পাশে থেকেও রয়েছেন আলোচনায়।
সম্প্রতি ‘চাচ্চু’ ছবির সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক এফআই মানিক। এতে অভিনয় করবেন ডিপজল। এছাড়াও নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে পাঁচটি ছবি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিপজল কন্যা অলিজা।
এছাড়া ‘মন পবনের নাও’ নামে বাইরের প্রযোজকের একটি ছবিতেও অভিনয় করতে যাচ্ছেন ডিপজল।
ফের সরব হওয়া প্রসঙ্গে ডিপজল জানান, ‘নানা জটিলতার কারণে এতদিন ছিলাম না। এবার কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’