Home / মিডিয়া নিউজ / আরও একটি পুরস্কার জিতলেন বিপাশা

আরও একটি পুরস্কার জিতলেন বিপাশা

অভিনয়ের জন্য অনেক পুরস্কার জিতেছেন গুণী অভিনেত্রী বিপাশা হায়াত। অভিনয়ের পাশাপাশি

কয়েক বছর আগেই চিত্রকলায়ও মনোযোগ দেন তিনি। কারণ এ বিষয়েই প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ

করেছিলেন। বিপাশার মতে, তিনি এখনো এক্সপেরিমেন্ট করছেন। কিন্তু এরইমধ্যে এ আঁকাআঁকির জন্য পুরস্কার জিতে নিয়েছেন। ১৭তম এশিয়ান আর্ট বিয়েনাল বাংলাদেশের পুরস্কার পেয়েছেন তিনি। বিপাশার স্বামী তৌকীর আহমেদ ফেসবুকে খবরটি প্রকাশ করেছেন।

ঢাকায় আয়োজিত ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উৎসবের উদ্বোধন শেষে পুরস্কার জয়ী হিসেবে বিপাশার নাম ঘোষণা করা হয়। বিপাশাসহ মোট নয় জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে একমাত্র নারী শিল্পী বিপাশা হায়াত।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার এশীয় চারুকলা প্রদর্শনী উৎসবের উদ্বোধন হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে প্রদর্শনীটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশসহ বিশ্বের ৫৪টি দেশ এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *