Home / মিডিয়া নিউজ / ভারত থেকে নায়ক আনছেন ‘সুপারওম্যান’ ববি!

ভারত থেকে নায়ক আনছেন ‘সুপারওম্যান’ ববি!

সুপারওম্যান’ ববির জন্য নায়ক দরকার। আর তাই তেমন নায়কের খোঁজে দেশের গণ্ডি পেড়িয়ে

এবার ভারতে যাচ্ছেন তিনি। ইতিমধ্যই কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে। তাদের মধ্যে থেকেই যেকোন একজনকে বেছে নেবেন ববি।

রোমান্টিক ও অ্যাকশন ছবির বাইরে এবার তিনি ‘সুপারওম্যান’-এর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ‘বিজলী’ নামে এ ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন তরুণ নির্মাতা ইফতেখার চৌধুরী।

তবে এ ছবিতে ববির বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এজন্য এবার ববি এ ছবিতে তার বিপরীতে নায়ক নির্বাচনের জন্য ভারতে যাচ্ছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, গল্পের কারণেই ভারতের বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে আমার কথা হয়েছে। এবার চূড়ান্ত করার জন্য সেখানে যাচ্ছি। এক সপ্তাহের মধ্যে ছবির অন্য চরিত্রগুলোর শিল্পীও চূড়ান্ত করা হবে। আশা করছি, মার্চ থেকে এ ছবির কাজ শুরু করতে পারব। ‘বিজলী’ ছবিটি প্রযোজনা করছেন ববি নিজেই।

ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, নায়ক-নায়িকার প্রেম, পাঁচ-ছয়টি গান, পারিবারিক সংঘাত, মারপিটের কাহিনী দর্শক অনেকে দেখেছেন। এবার একটু ভিন্ন গল্পের ছবি তাদের উপহার দিতে চাই।

এ ছবিতে খল ভূমিকায়ও অভিনয় করবেন একজন নারী। তাকে বৈজ্ঞানিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে কোনো ধরনের রক্তপাত বা আইটেম গান রাখতে চাই না। খল নারী চরিত্রে অভিনয়ের ব্যাপারে সুবর্ণা মোস্তফা ও শম্পা রেজার সঙ্গে কথা চলছে। এখনও চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, সব অভিনয়শিল্পী চূড়ান্ত হওয়ার পর ঢাকা ও থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় এ ছবির কাজ হবে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *